সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং কোর্স করে নিন ফ্রীতে

হ্যাকিং বিষয়টি সকলের কাছেই আগ্রহের একটি কেন্দ্রবিন্দু। সাইবার স্পেস ব্যাবহারকারীর একটি বড় অংশই হ্যাকিং এর বেসিক বিষয়গুলো না জানার কারনে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্থ হচ্ছে।
সামান্য ভুলের কারনে আর্থিক ক্ষতির পাশাপাশি সামাজিকভাবেও হেয় প্রতিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে।

সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং এর একটি কোর্স করা থাকলে নিজের ব্যাক্তিগত একাউন্ট এবং ওয়েবসাইটগুলো যেমন অনেকাংশেই নিরাপদ রাখা যায়, পাশাপাশি এর একটি সার্টিফিকেট থাকলে সেটি জবের ক্ষেত্রেও সাপোর্ট হিসেবে কাজ করে।

** অলরেডি লক্ষাধিক প্রশিক্ষণার্থী পেন্টানিক আইটির ফ্রী কোর্স এ অংশ নিয়েছেন। তাঁর মধ্যে হাজার খানেক কোর্স কমপ্লিট করে সার্টিফিকেটও নিয়েছেন **

ইউটিউব বা বিভিন্ন রিসোর্সে ফ্রী এবং পেইড অনেক ধরনের টিউটোরিয়াল। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে ফ্রী টিউটোরিয়াল গুলো পূর্ণাঙ্গ হয় না। ভালো মানের কিংবা পূর্ণ কোর্স কমপ্লিট করতে পেইড টিউটোরিয়াল কিংবা ট্রেইনিং সেন্টার এর শরণাপন্ন হতে হয়।
অনলাইনে যারা শিখে কাজ করতে চায়, তারা অধিকাংশই স্টুডেন্ট কিংবা সদ্য পড়াশোনা কমপ্লিট করে চাকরীপ্রার্থী। তাদের পক্ষে ভালো পরিমান একটি কোর্স ফী দিয়ে ভর্তি হওয়া কিংবা কোর্স কিনে দেখা কষ্টসাধ্য। অনেক ক্ষেত্রে বিষয়টা সম্পর্কে না জেনে বিনিয়োগ করাটাও ঝুঁকিপূর্ণ মনে হয়। ঠিক এই সীমাবদ্ধতার কারনেই আইটিতে ক্যারিয়ার তৈরি করতে চাওয়া তরুণ প্রজন্মের স্বপ্ন অনেকক্ষেত্রেই বাধাগ্রস্থ হচ্ছে।
আর তাই পেন্টানিক আইটি নিয়ে এসেছে সম্পূর্ণ ফ্রী কোর্স। এছাড়াও দিচ্ছে কোর্স কমপ্লিট সার্টিফিকেট। এবং এই সার্টিফিকেট অনলাইনে ভেরিফাই করার অপশন থাকবে।

কোর্স চলাকালীন সময়ে যে কোন প্রবলেম ফেস করলে আমাদের থাকছে সাপোর্ট… আর কি চাই? এই পোষ্ট টি সেভ করে এখনি শুরু করে দিন, ১ পর্ব থেকে সম্পূর্ণ কোর্স এই লিংকে,
Pentanik IT YouTube Channel
আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে, সাবস্ক্রাইব করবেন। আর প্লেলিস্টে গেলেই পেয়ে যাবেন এই কোর্সটি সহ আরো অনেক কোর্স। ভিডিও দেখে এসাইনমেন্ট জমা দিলেই পেয়ে যাবেন সার্টিফিকেট, তাও সম্পূর্ণ ফ্রী।

Add Comment