ইউক্রেনের সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা

চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেনের পার্লামেন্টসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটগুলোতে বড় ধরনের সাইবার হামলা চালানো হয়েছে। বুধবার বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের পার্লামেন্টের ওয়েবসাইট (রাডা), পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা পরিষেবাগুলোর ওয়েবসাইট সাইবার আক্রমণের শিকার হয়েছে।

ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত দূতাবাস থেকে কূটনীতিক সরানো শুরু করেছে রাশিয়া। রাশিয়ার সংবাদ সংস্থা তাস ও বার্তা সংস্থা এএফপি কূটনীতিক সরানোর এ খবর নিশ্চিত করেছে। মঙ্গলবারই কূটনীতিক সরানোর ঘোষণা দিয়েছিল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইউক্রেনের সরকারি ওয়েবসাইটে সাইবার হামলা

অন্যদিকে, গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ওপর সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বুধবারই এ নিষেধাজ্ঞার ঘোষণা আসতে যাচ্ছে। এ নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু, রাশিয়ার সেনাপ্রধান ও রুশ আইনসভার ডুমার ৩৫১ জন ডেপুটি থাকবেন।

ইউক্রেনের পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী দুই অঞ্চল দোনেস্ক ও লুহানস্ককে স্বাধীন ঘোষণার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেখানে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন। পুতিনের এমন সিদ্ধান্তে ইউক্রেনের সাধারণ নাগরিকরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। এরপরই রাশিয়াকে আন্তর্জাতিক অর্থায়ন থেকে বিচ্ছিন্ন ও তাদের দুটি বৃহৎ ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ নিষেধাজ্ঞা আরোপ করেন।

এদিকে, রাশিয়ার পাঁচটি ব্যাংক ও তিনজন বিত্তবান ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পদাঙ্ক অনুসরণ করে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাপানও।

Add Comment

Skip to toolbar