২০২১ সালে ইউটিউবে সবচেয়ে বেশি আয় করেছেন যারা !জেনে নিন কত টাকা

এক হাতে কামাই করে আরেক হাতে উড়িয়ে দেওয়ার জন্য আলাদা পরিচিতি আছে ‘মি.বিস্ট’ নামে খ্যাত ইউটিউবার জিমি ডোনাল্ডসনের। গেল বছরে বিশ্বের শীর্ষ ভিডিও স্ট্রিমিং সাইটটি থেকে সবচেয়ে বেশি আয়ের রেকর্ডটিও এখন তার।

২০২১ সালে ইউটিউবে এক হাজার কোটির বেশি ভিউ পেয়েছে মি.বিস্ট-এর ভিডিওগুলো, বছর শেষে কামাই করেছেন পাঁচ কোটি ৪০ লাখ ডলার। ১০ বছর বয়সী খেলনা রিভিউয়ার রায়ান কাজি দুই বছর ধরে ইউটিউব আয়ের শীর্ষস্থান দখলে রাখলেও এবার তাকে পেছনে ফেলেছেন বিস্ট।

গেল বছর ইউটিউব থেকে সবচেয়ে বেশি আয় করেছেন যারা, সেই ইউটিউবারদের মধ্যে শীর্ষ দশের তালিকা করেছে ফোর্বস। গেল বছরে ইউটিউব থেকে ওই শীর্ষ দশের মোট আয় ছিল ৩০ কোটি ডলার।

তালিকায় দ্বিতীয় স্থানে আছেন জেক পল। ২০১৭ সালে পর ইউটিউব থেকে আয়ের শীর্ষ দশে ফিরেছেন তিনি। এ ছাড়াও প্রথমবারের মতো শীর্ষ পাঁচে এসেছেন ‘আনস্পিকেবল’ নামে পরিচিত মাইনক্র্যাফট গেইমার নাথান গ্রাহাম।

ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী শীর্ষ দশে আছেন:

১. মি.বিস্ট। আয়: ৫ কোটি ৪০ লাখ ডলার।

২. জেক পল। আয়: ৪ কোটি ৫০ লাখ ডলার।

৩. মার্কিপিলার। আয়: ৩ কোটি ৮০ লাখ ডলার।

৪. রেট অ্যান্ড লিঙ্ক। আয়: ৩ কোটি ডলার।

৫. আনস্পিকেবল। আয়: ২ কোটি ৮৫ লাখ ডলার।

৬. নাস্তিয়া। আয়: ২ কোটি ৮০ লাখ ডলার।

৭. রায়ান কাজি। আয়: ২ কোটি ৭০ লাখ ডলার।

৮. ডুড পারফেক্ট। আয়: ২ কোটি ডলার।

৯. লোগান পল। আয়: ১ কোটি ৮০ লাখ ডলার।

১০. প্রেস্টন আর্সমেন্ট। আয়: ১ কোটি ৬০ লাখ ডলার।

Add Comment

Skip to toolbar