ইউটিউব টিভিতে ফিরেছে ইএসপিএন ও এবিসি

কয়েকদিনের তিক্ততার দ্রুত ইতি টানল ইউটিউব টিভি ও ডিজনি কর্তৃপক্ষ। উভয় পক্ষের সমঝোতার ফলে ইউটিউবের স্ট্রিমিং সেবায় ফিরছে ডিজনি মালিকানাধীন ইএসপিএন, এফএক্স, ন্যাশনাল জিওগ্রাফিক, এবিসির মতো টিভি চ্যানেল। খবর এনগ্যাজেট।

ইউটিউব টিভিতে ফিরেছে ইএসপিএন ও এবিসি

দুদিনের অনুপস্থিতির পর গত রোববার থেকে গুগলের টিভি-স্ট্রিমিং অ্যাপ ইউটিউব টিভিতে ডিজনি চ্যানেলগুলোর প্রচার শুরু হয়েছে। গুগলের প্লাটফর্মে ডিজনির কনটেন্ট প্রচারের চুক্তি নবায়ন করতে ব্যর্থ হওয়ার খবর নিশ্চিত করেছিল উভয় প্রতিষ্ঠান। শুক্রবারেই অ্যাপটিতে নিজস্ব চ্যানেলগুলোর প্রচার বন্ধ করে দিয়েছিল ডিজনি। ব্লগ পোস্টে ডিজনি চ্যানেলগুলোর অনুপস্থিতিতে ইউটিউব-টিভির মাসিক খরচায় ১৫ ডলার ছাড় দেয়ার ঘোষণাও দিয়েছিল গুগল। তবে আলোচনার পথ খোলা আছে বলে জানিয়েছিল উভয় প্রতিষ্ঠান।

সমাঝোতা হওয়ায় উভয় পক্ষের তিক্ততার আপাত ইতি ঘটেছে। এক টুইটে ইউটিউব জানায়, আমরা ডিজনির সঙ্গে নতুন চুক্তি করতে পেরেছি এবং এর মধ্যেই ইএসপিএন ও এফএক্সের মতো চ্যানেলগুলোয় নতুন করে যুক্ত হচ্ছি। তবে উভয় প্রতিষ্ঠানের কেউই চুক্তির আর্থিক লেনদেনের দিকটি নিয়ে মুখ খোলেনি।

চুক্তি নবায়নে ব্যর্থতার খবর জানিয়ে এর আগে ইউটিউব এক ব্লগ পোস্টে জানিয়েছিল, চুক্তি নবায়নে ডিজনি ন্যায়সংগত শর্ত দিলে তবেই চুক্তিতে ফিরবে বিশ্বের শীর্ষ ভিডিও শেয়ারিং প্লাটফর্মটি। ডিজনি চ্যানেলগুলোর অনুপস্থিতিতে ইউটিউব টিভির মাসিক খরচ ৬৪ দশমিক ৯৯ ডলার থেকে কমিয়ে ৪৯ দশমিক ৯৯ ডলারে নামিয়ে আনে প্রতিষ্ঠানটি।

চুক্তি নবায়নের পর ইউটিউব টিভির সেবা আবার আগের মূল্যে ফিরিয়ে নিয়েছে ইউটিউব। ডিজনি চ্যানেলগুলোর কয়েকদিনের অনুপস্থিতির ভুক্তভোগীরা এককালীন ১৫ ডলার ছাড় পাবেন বলে রোববার জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চলতি মাসের শুরুতেই স্ট্রিমিং প্লাটফর্ম রোকুর সঙ্গে নতুন চুক্তিতে পৌঁছেছে ইউটিউব। তার আগে প্রতিযোগিতাবিমুখ আচরণের অভিযোগে ইউটিউবের ফ্ল্যাগশিপ অ্যাপ ও টিভি সেবা বিপণনের প্রশ্নে দুই প্রতিষ্ঠানের মধ্যে রেষারেষি চলেছে টানা কয়েক মাস ধরে।

Add Comment