সাজিয়ে নিন আপনার ব্লগস্পট ব্লগ – আপনার ব্লগস্পট ব্লগের জন্য তৈরি করুন খুব সহজেই একটি ঘড়ি

কেমন আছেন সবাই ?

আমি ভালো আছি। আমি আজ আবারও আপনাদের অবিরাম ভালবাসায় আমার ধারাবাহিক পর্বে ফিরে এলাম।

আপনার ব্লগস্পট ব্লগ

তবে মজার বিষয় হোল এতদিন আমি সব html কোড নিয়ে টিউন করছিলাম কিন্তু আজকে একটু ভিন্নভাবে করতে হবে কোড আপনাকেই তৈরি করতে হবে।

কি ভয় পেয়ে গেলেন নাকি ?? আরে না কোড আপনাকেই তৈরি করে দেবে এই জন্য আপনাকে বেশি কিছু করা লাগবেনা শুধু মাত্র আমার দেখানো স্টেপ মত কাজ করে যান।

  • এর জন্য প্রথমে আপনাকে এই সাইটে যেতে হবে ।
  •   তারপর আপনি  Digital Clock , Analog Flash Clock,  Digital Flash Clock , Time Banner  এর ছবি সহ বেশ কিছু ডিজাইন এবং কিছু খালি জায়গা দেখতে পাবেন।
  • আপনার পছন্দের ঘড়ি বেছে নিয়ে নিচের ঘর গুলি নিচের ছবির মত ফিলআপ  করে নিন। এবং পরে Get HTML code এ ক্লিক করুন

তারপর কিছুক্ষন অপেক্ষা করুন, তারপর আপনি কিছু  html  কোড পাবেন।

  • তারপর এই কোড গুলো কপি করুন।
  • তারপর আপনার ব্লগে লগ ইন করে Design>Add A Gadget>HTMI/JavaScript   এ গিয়ে কোড টুকু দিয়ে সেইভ করুন।
  • আবার প্রিভিউ দিয়ে দেখুন, আশা করি আপনি আপনার কাঙ্ক্ষিত ঘড়ি দেখতে পাবেন।

আশা করি সবাই বুঝতে পেরেছেন ?  না বুঝলে কমেন্ট করে প্রশ্ন করবেন ।

আর আমার কষ্ট করে করা টিউনটি যদি আপনার কোন উপকারে লাগে তাহলে কমেন্ট করতে ভুলবেন না। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন।

Add Comment

Skip to toolbar