যারা ইংরেজিতে দক্ষ তারা চাইলে Content writing নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন

যারা ইংরেজিতে দক্ষ তারা চাইলে Content writing নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন

যারা ইংলিশে ভালো, তাদের জন্য এই পোস্ট টি

যারা ইংলিশে ভালো, তারা চাইলে পড়ালেখার পাশাপাশি কনটেন্ট রাইটিং করতে পারে। আর্টিকেল রাইটিং এমন একটা প্রফেশন, যেটা চাইলে যে কোথায়ও থেকে করা যায়! যেমন, বাসা থেকে, মেছ থেকে!

পার্ট-টাইম জব হিসেবে Student দের জন্য কন্টেন্ট রাইটিং একটা বেস্ট জব হতে পারে। অনলাইন ভিত্তিক বিজনেসগুলো সম্পূর্ণ নির্ভর করে কন্টেন্ট+মার্কেটিং এর উপর। যেহেতু, প্রতিনিয়ত নতুন-নতুন বিজনেস তৈরী হচ্ছে! সেহেতু, প্রতিনিয়ত’ই কন্টেন্ট এর চাহিদা বাড়তেছে।

অনলাইন মার্কেটপ্লেস গুলোতে একটা এক হাজার ওয়ার্ডের একটি কোয়ালিটি কন্টেন্টের প্রাইস 20 ডলার থেকে 100 ডলার পর্যন্ত হয়ে থাকে। সারা মাস একজন টিউশনি করলে, একজন টিউটর যে টাকা পায়, ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে একটা আর্টিকেল লিখলে সমপরিমান টাকা ইনকাম করতে পারে।  কন্টেন্ট রাইটিং জব এর কিছু স্কিনশর্ট নিচে দেওয়া হলো

Fiverr: https://prnt.sc/112tdhp

Upwork: https://prnt.sc/112tftq

যাদের ইংলিশে ভালো, তাদের জন্য যে কোন বিষয়ে একটি কোয়ালিটি কন্টেন্ট লিখা তেমন কঠিন কিছু হবে না। শুধু মাত্র জানতে হবে, কিভাবে কোয়ালিটি আর্টিকেল লিখতে হয়।

একটা কোয়ালিটি আর্টিকেল এর মধ্যে যেই বিষয় গুলো থাকে: যেমন, কন্টেন্ট রিডেবিলিটিকিওয়ার্ড ইমপ্লিমেন্টেশন, কিওয়ার্ড ডেনসিটি, কিওয়ার্ড ডিস্ট্রিবিউশন, সার্চ ইঞ্জিন রেংকিং ফেক্টর সহ সকল এসইও মেট্রিক্স যথযথ ভাবে প্রয়োগ করে, কন্টেন্ট এর টাইপ বুজে, সেই সুনির্দিষ্ট টাইপের আর্টিকেল স্ট্রাকচার ফলো করে, কপিরাইটিং ফরমুলা ইমপ্লিমেন্টে করে একটি কন্টেন্ট লিখা।

যে এই বিষয়গুলো যথাযথভাবে প্রয়োগ করে কোয়ালিটি কন্টেন্ট লিখতে পারবে তার জন্য আর্টিকেল রাইটিং জব অপরচুনিটি অনেক বেশি। হোক সেটা ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস, অথবা লোকাল মার্কেটপ্লেস।

এখন কথা হচ্ছে, কিভাবে প্রফেশনাল আর্টিকেল রাইটিং শিখা যাবে? অথবা কোথায় থেকে প্রফেশনাল কন্টেন্ট রাইটিং শিখার যথাযথ গাইডলাইন পাওয়া যাবে?

সাম্প্রতিক সময়ে REXO IT নামের একটি প্রতিষ্ঠান, তাদের অনলাইন ট্রেনিং প্লাটফর্মে Content Writing এর একটা সম্পূর্ণ কোর্স রিলিজ করেছে। যেখানে কন্টেন্ট রাইটিং এর একেবারে (বেসিক লেভেল থেকে এডভান্স লেভেল পর্যন্ত) সবগুলো বিষয় স্টেপ-বাই-স্টেপ সংযুক্ত করা হয়েছে।

যে কেউ এই গাইডলাইন/মডিউল ফলো করে কন্টেন্ট রাইটিং শিখার ট্রাই করে! সে খুব সহজেই প্রফেশনাল কন্টেন্ট রাইটিং আয়ত্ব করতে পারবে। কন্টেন্ট রাইটিং গাইডলাইন (PDF) টা ফ্রিতে ডউনলোড করে একবার চেক করে নিতে পারেন।

গাইডলাইন (PDF) লিংক: https://drive.google.com/file/d/1YqyVgxgXgiH4oIjgtC2BT9EeLHe9iMqu/view?

কোর্স লিংক:  https://training.rexoit.com/course/1/content-writing

Add Comment

Skip to toolbar