এলেক্সা কি?
এলেক্সা এমাজন ডট কম এর একটি প্রতিষ্ঠান । এলেক্সা সাধারনত কোনো সাইটের জনপ্রিয়তা অর্থ্যাৎ ভিজিটরের উপর নির্ভর করে এলেক্সা’র রেংকিং হয়।
সাধারণত বিজ্ঞাপন দাতারা কোনো সাইটে বিজ্ঞাপন দেওয়ার আগে সেই সাইটের মানকে অ্যালেক্সা ররেংকিং দিক থেকে ট্রাফিক ও আগত কিওয়ার্ড সন্মন্ধে বিবেচনা করে থাকে। কোনো সাইটের ট্রাফিক ও বৈশিষ্ট্যগত দিকের উপর নির্ভর করে সাধারণত অ্যালেক্সা রেংকিং হয়।
আরও জানতে দেখুন
এলেক্সা কেন?
গুগুল পেইজরেংক এর পর আমরা সবচেয়ে বেশী এলেক্সা’র রেংকিং গুরুত্ব দেই। মুলত এডভারটাইজিং এর মাধ্যমে ইনকাম করতে গেলে আমরদের এলেক্সা’র রেংকিং এর দরকার হয় সবচেয়ে বেশী। সত্যিকার অর্থে এলেক্সা’র কোন প্রভাব সাইটে ভিজিটর আনার জন্য পড়ে না। সার্চ ইঞ্জিনের সাথে এলেক্সা’র কোন সর্ম্পক নাই। এসইও কি ? এসইও করে কি লাভ ? ক্যারিয়ার হিসেবে এসইও, কিভাবে শিখবেন।
কিভাবে এলেক্সা’র রেংক বাড়ানো যায?
এলেক্সা’র রেংক দরকার মুলত আপনি যদি এডভারটাইজিং বা সাইট ফিল্পিং করে ইনকাম করতে চান তাহলে আপনার জন্য এলেক্সা’র খুব গুরত্বপূর্ন। এই ই ও জন্য এলেক্সা’র কোন প্রভাব পড়ে না।
#এলেক্সা’র টুলবার ইন্সটল করুন। এবং ব্যবহার করুন।
এলেক্সা’র টুলবার ইন্সটল করুতে ক্লিক করুন
এলেক্সা’র Widgets গুলো সাইটে ব্যাবহার করুন
এ পর্যায়ে এলেক্সার সাইট ইনফো Widgets গুলো ব্যবহার করুন। এটি আপনাকে ভালো রেংক পেতে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সাহায্য করবে। তাই আপনার সাইটের ডাটা সম্বলিত Alexa Traffic Widgets আর Review Widgets ২ টি সাইটে বসিয়ে দিন।
#আমরা যারা বাংলায় ব্লগিং করি তাদের একটা পোস্ট লেখার জন্য অনেক কষ্ট করতে হয় । উপরুন্তু আমাদের বাংলায় লেখার জন্য আমাদের এডসেন্স থেকে ইনকাম করার কোন সুয়োগ নাই। আমার এই সাইট আপনাদের এলেক্সা’র রিভিউ খুব গুরুত্বপূর্ন। কারন আমার এই সাইট এলেক্সা’র রেংকিং পেলে আমি ভাল মানের পেইড রাইটার নিয়োগ করতে পারব যারা কিনা বাংলা ভাষায় আরও অনেক সুন্দর এবং ভাল মানের লেখা আপনাদেরকে উপহার দিবে। আপনারা যারা আমার সাইটের পাঠক। আপনারা অব্যশই চান যে, আরও ভাল মানের লেখা বংলা ভাষায় আসুক। সুতারাং আমার সাইটের এলেক্সা রেংকিং এর জন্য রিভিউ লিখুন
এলেক্সা রিভিউ লিখতে ক্লিক করুন
ব্লগ/সাইটের এলেক্সা রেংক কমিয়ে আনার হট টিপসঃ
১। এলেক্সাতে আপনার ব্লগ/সাইটি Claim করুন এবং সাইটের ডেসক্রিপশন ও কন্টাক্ট ইনফো আপডেট করুন
প্রথমেই এলেক্সাতে আপনার ব্লগ/সাইটটির URL সাবমিট করার মাধ্যমে Claim Your Site এই লিংকে ক্লিক করে ক্লেইম করুন। এখানে আপনাকে আপনার ব্লগ/সাইট টি ভেরিফিকেশন করতে হবে, ভেরিফিকেশন কোড সাইটে বসিয়ে অথবা ফাইল ডাউনলোড করে সাইটে আপলোডের মাধ্যমে ভেরিফাই করতে হবে। ভেরিফাই হয়ে গেলে এখন ২য় স্টেপে এসে আপনার সাইটের যাবতীয় ডাটা (সাইটের টাইটেল, ডেসক্রিপশন, লোগো, লিসিনিং কান্ট্রি, সাইট ওউনার ইত্যাদি) এবং কন্টাক্ট ইনফো আপডেট করে দিন। ব্যাস হয়ে গেলো।
#লিংক বিল্ডিং করুন:
আপনার ওয়েবসাইটের লিংক বিভিন্ন হাই পেইজ রেংক সাইট লিংক বিল্ডিং করুন। এদিকে খেয়াল রাখবেন লিংক যেন কিওয়ার্ড রিলেভেন্ট হয়।
ভাল মানের লেখা:
এলেক্সা আপনার সাইট এড করার পর এলেক্সা আপনার ভিজটর কতক্ষন পেজ ভিউ, বাউন্স রেট, কতক্ষন টাইম ব্যায় করছে তা ট্র্যাক করবে। আপনার সাইটের লেখা, ইউনিক এবং গুনগত মান সম্পন্ন না হলে ভিজিটর আপনার সাইটে থাকবে না। সুতরা ভাল মানের লেখা লিখতে হবে। ডোমেইন অথোরিটি আসলে কি ? ডোমেইন অথোরিটি চেক করুন।
#কপি করবেন না:
আপনি কোন ব্লগ বা ওয়েবসাইট থেকে লেখা কপি করলে আপনার যেমন সার্চ ইঞ্জিনের রেংকিং সমস্যা হয় তেমন আপনার ওয়েবসাইটের গুনগত মান কমে যায়। একজন ভিজিটর বিভিন্ন ধরনের সাইট ব্যাউজ করে থাকে এবং একই ধরনের লেখা পেলে অব্যশই ভিজিটর সেই লেখা পড়বে না। সুতরাং কপি করবেন না।
#সোস্যালি মিডিয়ার ব্যবহার করুন:
আপনার পোষ্ট গুলো রেগুলার ফেইসবুক, টুইটার, গুগুল প্লাস, লিংকদিন এবং অন্যানো সোস্যালি মিডিয়ায় শেয়ার করুন এতে করে আপনার সাইট ট্রাফিক বাড়বে এবং সার্চ রেংকি কিছুটা ভুমিকা রাখবে।
#প্রতিদিন আপডেট:
আপনার সাইটের এলেক্সা বাড়ানোর জন্য এটি একটি খুব গুরুত্বপূর্ন পদ্ধতি। আপনি রেগুলার পোষ্ট আপডেট করলে একদিকে যেমন আপনার সাইট গুগল ইনডেক্য বাড়বে আবার এটি এলেক্সা রেংকিং এর জন্য দারুন সহায়ক। রেংকিং এর জন্য নিচের ফর্মূলা দেখতে মনে রাখবেন।
More Post = More Search visibilities = More traffic = Alexa Rank
#গেস্ট ব্লগিং:
গেস্ট ব্লগিং হল ভিজিটর আনার সবচেয়ে সহজ এবং সরল পদ্ধতি। ভাল পেইজরেংক সাইট এর গেষ্ট ব্লগিং পেলে ভাল হয়।
#শর্ট টিপস:
১. খুব গুরুত্বপূর্ন বিষয় হল আপনার কম্পিউটারে এলেক্সা টুলাবার ব্যবহার করুন এবং আপনার ওয়েবপেইজে হোম পেইজ হিসাবে ব্যবহার করুন। অ্যাফিলিয়েট মার্কেটিং কি ? অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয় করার কয়েকটি কৌশল।
২.আপনার বন্ধুদেরকে এলেক্সা রিভিউ লেখার জন্য বলেন। এতে আপনার সাইট রেংকিং এর জন্য ভাল
৩. আপনি কোন অফিসে কাজ করলে আপনার অফিসে এলেক্সা টুলবার ইনষ্টল করুন এবং হোমপেইজে আপনার ওয়েবসাইট এড করুন।
৪. আপনার ব্লগ সাইট সম্পর্কে এলেক্সা রিভিউ লিখুন। এবং অন্যানো ব্লাগারকে বলুন আপনার সাইট নিয়ে তাদের ব্লগে লিখতে।
আজকে এ পর্যন্তই, লেখাটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না।