আসুন শিখে ফেলি যেভাবে ওয়েবসাইট এ কী ওয়ার্ড ব্যবহার করবেন

কী-ওয়ার্ড কি?

একটি কীওয়ার্ড এমন একটি শব্দ যা আপনার পৃষ্ঠায় থাকা সামগ্রীর বর্ণনা দেয় বা সেরা পোস্ট কে মূল্যায়ন করে। এটি সার্চ করার শব্দ যা আপনি নির্দিষ্ট ওয়েবপেজ র‌্যাঙ্কে রাখতে চান। সুতরাং যখন লোকেরা গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনগুলিতে সেই কীওয়ার্ড বা বাক্যাংশ অনুসন্ধান করে, তখন তাদের আপনার ওয়েবসাইটটিতে সেই পেজটি খুঁজে পাওয়া উচিত।

উইকিপেডিয়া থেকে আরও বিস্তারিত জেনে নিন।

কী-ওয়ার্ড যেভাবে ব্যাবহার করবেনঃ

কী-ওয়ার্ড আপনি ২ ভাবে ব্যবহার করতে পারেন। যেমনঃ

১। মেটা ট্যাগের মাধ্যমে
২। সাইটের কনটেন্ট বা আর্টিকেল এর মাধ্যমে।

★মেটা ট্যাগের মাধ্যমে ব্যবহার :

১। মেটা ট্যাগের মাধ্যমে
ওয়েব সাইট ডিজাইনের সময় আমরা অনেক ধরনের মেটা ট্যাগ নিয়ে কাজ করি। এর মধ্যে

এই ট্যাগটি “মেটা কী-ওয়ার্ড ট্যাগ” নামে পরিচিত। এই মেটা কী-ওয়ার্ড ট্যাগ দ্বারা আপনি আপনার সাইটের কী-ওয়ার্ড ব্যবহারের কাজ করতে পারবেন। এ জন্য আপনি আপনার সাইটের HTML এডিটর পেজে গিয়ে ও ট্যাগ এর মধ্যে আপনার বাছাই করা কী-ওয়ার্ড গুলো বসিয়ে দিন। ব্যাস হয়ে গেল আপনার সাইটে মেটা ট্যাগ ব্যবহার করা। আরো অনেক মেটা ট্যাগ আমরা সাইটে ব্যবহার করে থাকি, যেগুলো সার্চ ইন্জিনের জন্য ভালো ফলদায়ক। তবে মেটা ট্যাগ ও কী-ওয়ার্ড এর ব্যবহারের বেশ কিছু নিয়ম বা টিপস মেনে চলা উচিত। এতে করে আপনি আরো ভালো ফলাফল পেতে পারেন। যেমন:

১। আপনর সাইটের যে কী-ওয়ার্ডটির উপর ভিত্তি করে বানাবেন সেই কী-ওয়ার্ডটি যেন আপনার মেটা কী-ওয়ার্ড ট্যাগে ৩ বারের বেশি না থাকে।

২। আপনার সাইটে মেটা কী-ওয়ার্ড ট্যাগ ব্যবহার করুন সর্বোচ্চ ১ বার।

৩। মেটা কী-ওয়ার্ড ট্যাগে একটি কী-ওয়ার্ড বার বার না লিখে অন্য ভাবে তা লেখার চেষ্টা করুন, যেমন প্রথমে যদি লেখেন Make Money online তা হলে সেটাকে একটু ঘুরিয়ে নিয়ে Online make money বা আর একটু পরিবর্তন করে At Home make Money online করে নিতে পারেন।

৪। কী-ওয়ার্ড এর বানান যেন কোনমতেই ভুল না যায় সেদিকে কড়া নজর রাখতে হবে। যেমন বুশ লাদেন কে নজরদাড়িতে রেখেছিল।

৫। প্রতিটি কী-ওয়ার্ডের পর একটি করে কমা(, ) ব্যবহার করুন।

তারপর আপনি আপনার বাছাই করা কী-ওয়ার্ড গুলো অন্যান ট্যাগে ব্যবহার করুন। যেসকল ট্যাগে আপনি আপনার কী-ওয়ার্ড ব্যবহার করতে পারেন সেগুলো হলো:
১। description – Meta Tag
২। Titel – Meta Tag
৩। author – Meta Tag

২। সাইটের কনটেন্ট বা আর্টিকেলের মাধ্যমে
আমরা অনেক মনে করি যে সার্চ ইন্জিন গুলো কেবল মেটা ট্যাগ নিয়ে সাইট ইনডেক্স করে। অনেক আবার এ ও মনে করেন যে মেটা কী-ওয়ার্ড ট্যাগ ব্যবহার না করলে হয়তো সাইট ইনডেক্স হবে না, ভালো ফল পাবে না ইত্যাদি ইত্যাদি। তাই তাদের জন্য বলছি মেটা কী-ওয়ার্ড ট্যাগটি সার্চ ইন্জিনের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু তা মানে এই নয় যে সাইট ইনডেক্স হবে না কিংবা সাইট ইনডেক্স হলেও ভালো ফল পাওয়া যাবে না। মেটা কী-ওয়ার্ড ট্যাগটি সার্চ ইন্জিনের ক্রাউলিং করার কাজকে অনেক সহজ করে দেয়। যেমন আপনি যদি একটি বই পড়ার সময় বইয়ের সূচিপত্র দেখে কোন তথ্য খোঁজ করেন তা সহজেই আপনি খুঁজে পাবেন। আর মেটা কী-ওয়ার্ডটি আপনার সাইটের সূচিপত্রের মত কাজ করে। যেটা থাকলে সার্চ ইন্জিন গুলোর কাজ করতে সুবিধা হয়। তো আসল কথায় আসি,
আপনি যখন আপনার সাইটের কোন কনটেন্ট বা আর্টিকেল লিখবেন তখন আপনি যে সকল শব্দ ব্যবহার করবেন তাই হল কী-ওয়ার্ড। তাই আপনার বাছাই করা কী-ওয়ার্ড এর উপর ভিত্তি করে আপনার কনটেন্ট বা আর্টিকেল লিখুন। এটাই আপনার প্রথম কাজ। তাছাড়া অন্যান টিপস গুলো হলো:

১। প্রথমে আপনি আপানর বাছাই করা কী-ওয়ার্ড গুলোর একটা নোট তালিকা তৈরী করুন, নোট প্যাড ইউজ করে কী-ওয়ার্ড গুলো লিখতে পারেন। এই নোট তালিকায় কী-ওয়ার্ড গুলো আপনার পছন্দ আনুসারে সাজান।

২। আপনার বিষয় বস্তুর সাথে কোন কী-ওয়ার্ডটি বেশি মানায় সেটা নির্বাচন করুন।

৩। আপনি আপনার কনটেন্ট বা আর্টিকেল লেখার সময় কী-ওয়ার্ড ব্যবহারের উপর জোর দিন।

৪। আপনি আপনার বাছাই করা কী-ওয়ার্ডটি আপনার লেখা কনটেন্ট বা আর্টিকেলের প্রথম ২০০টি শব্দের মধ্যে রাখুন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এতে করে সার্চ ইন্জিন অপটিমাইজেশনে অনেক ভালো ফল পাওয়া সম্ভব।

৫। শুধু মাত্র ১ টি কী-ওয়ার্ড নিয়ে পড়ে থাকবেন না। একই ধরনের কী-ওয়ার্ড গুলো ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করার চেষ্টা করুন।

গুগল সহ অন্যান সার্চ ইন্জিন কিন্তু কনটেন্ট বা আর্টিকেলে দেয়া কী-ওয়ার্ড গুলোর দিকে বেশি নজর দেয়, যা মেটা ট্যাগের চেয়ে অনেক গুন বেশি।

★অন্যান্য সার্চ ইন্জিনে কিভাবে:

আসুন দেখে নিই, মনে করুন আপনি গুগল সার্চ ইন্জিনে গিয়ে সার্চ করলেন “download bangla movie” লিখে সার্চ করলেন। এর পর যে সাইট গুলো আসবে তার পাশে লেখা “Cached” এ ক্লিক করুন।
তারপর গুগলের Cached করা সাইটের পাতাটি আপনার সামনে হাজির হবে। সেখানে তারা মার্কিং করে দেখাবে যে সাইটে আপনার দেয়া কী-ওয়ার্ড গুলো কেমন ভাবে তারা ব্যবহার করেছে। তো বুঝলেন সাইটের কনটেন্ট বা আর্টিকেলে আপনি যদি আপনার সার্চ কী-ওয়ার্ড ব্যবহার না করেন তাহলে কেমন ফল আপনি পেতে পারেন।

ধন্যবাদ।

5 Comments

  1. Md Niyaz Hussain September 30, 2019
    • Md Monayem Hossain October 1, 2019
  2. shakil mahmud January 25, 2020
  3. ShuvoBD March 18, 2020
  4. shamim March 20, 2020

Add Comment

Skip to toolbar