সরাসরি গুগল থেকে ব্যাংকলিংক নেওয়ার উপায়।


Warning: Attempt to read property "roles" on bool in /home/bestpeza/techtunes.tech/wp-content/plugins/wp-user-frontend/wpuf-functions.php on line 4561

আশা করি সবাই ভাল আছেন। যারা ৩৬০ মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং জগতে কাজ করেন, তারা সবার জন্য একটা ভাল ব্যাংলিংক অনেক কিছু। বিশেষ নিজের সাইট ও বাইরের কাজ করার জন্য ব্যাকলিংক খুব দরকার হয়।

সবার জন্য আজকে আমি সরাসরি গুগুল থেকে কিভাবে ব্যাংকলিংক দেওয়া য়ায, শেয়ার করব। চলেন শুরু করি।

প্রথমে আপনি আপনার জিমেইল সাইন ইন  এর মাধ্যমে গুগুল এর ফোরাম এ যাবেন। https://support.google.com/webmasters/community?

যেখানে আপনি ক্যাটাগুরি অনুসারে প্রশ্ন করতে পারেন, এই জন্য আপনাকে একদম নিচে এসে Ask now তে ক্লিক করতে হবে।

এবার এখানে Create your question অপশনে আপনার প্রশ্নের টাইটেল নির্দারন করুন। তারপর Continue অপশন এ ক্লিক করে সামনে যান।

এখন আপনি আপনার প্রশ্নের ধরন অনুসারে ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন এবং চাইলে পুরাতন কিছু প্রশ্ন দেওয়া থাকবে সেটা ও সিলেক্ট করে আমার প্রশ্নের বিস্তারিত লিখতে পারেন।

এই বিস্তারিত পার্টে আপনি আপনার ওয়েবসাইট এর সম্যসা নিয়ে প্রমান সহ রিলেটেড কথা লিখার পাশাপাশি উদাহরন হিসাবে আপনার ওয়েবসাইট এর লিংক যোগ করতে পারেন ও উত্তর চাইতে পারেন ।

যেমন:

যখন আপনার প্রশ্ন সঠিক ও ভাল ভাবে হবে দেখবেন অনেক এ উত্তর দিতেছে, এতে করে খুব সহজেই আপনি গুগল থেকে হাই পাওয়ার ব্যাংলিংক টে পেয়ে যাবেন ,আমার নিজস্ব অভিঞ্জতা বলে এই ব্যাংকলিংক খুব  দ্রুত ইনডেস্ক্র হয় এবং ভাল কাজ দেয়।

আশা করি সবাই বেপার টা বুঝতে পেরেছেন আর আপনাদের কাজ দিবে, ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

One Response

  1. MTKArena September 14, 2020