কবিতা লোডশেডিং

লোডশেডিং

———জায়েদ হাসান।——–

এ কি এক অসম্ভব যন্ত্রণা,

বিদ্যুৎ কখন যায় আর আসে,

নাই তার ঠিক ঠিকানা।

প্রচন্ড গরমের জ্বালা সয়না,

লোডশেডিং এখন ব্যাধির মত 

তাতে ঘুমও আসেনা। 

ঘরে ঘরে এখন আছে বিদ্যুৎ,

প্রয়োজনের বেশি হয়েও উৎপাদন

শুনি মোরা মিডিয়া মারফৎ। 

বিদ্যুৎ বিহীন মানুষের পরিণতি, 

অসম্ভব ক্ষতির সম্মুখীন

কর্তৃপক্ষের নাই তার অনুভূতি।  

বিধি মেনেই নেয় সংযোগ,

অঞ্চল ভিত্তিক অসম বন্টনে

তা ভোগে নাই সম সুযোগ।  

সদা নাহি রয় তা সব এলাকায়,

নিত্যদিনেই লোডশেডিং 

নিদারুণ কষ্টে সময় কাটায়। 

ঝড় হাওয়ার বৃষ্টিপাত,

বিদ্যুতের লাইনে হলে ক্ষতি 

বিনা ঘুষে নাহি মিলে মেরামত। 

ঘরে ঘরে বিদ্যুতের কি লাভ, 

মানুষ না পেলে সুযোগ  

One Response

  1. Abu Shayeed August 21, 2022

Add Comment

Skip to toolbar