ভাষার গান

ভাষার গান

বাংলার গর্ব বাংলার গান

রাষ্ট্র ভাষা বাংলা চাই

ছিল শ্লোগান।

‘৪৮ সালের জিন্নার ঘোষণা

অন্য ভাষা চলবে না,

শিউরে ওঠে বাংলার তরুণ

বাংলা আমার বাংলা চাই

অন্য ভাষা নিবোনা।

নিজ ভাষা বাঁচাবো মোরা

দিবো মোদের প্রাণ,

তবুও বাংলা ভাষা বাংলা চাই

করতে হবেই দান।

হাজারও শহিদের রক্তে

পেলার বাংলা ভাষা

২১ কে শ্রদ্ধ্যা করে চলবো

এটাই মোদের আশা।

‘৫২ সালের যোদ্ধে বিনিময়ে

পেলাম মায়ের গান,

গাইবো মোরা একসাথে

২১শের এই গান।।।।

আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো.. ……

One Response

  1. Jacky February 19, 2022

Add Comment

Skip to toolbar