অফলাইনে আয় করার কিছু লাভজনক উপায়

অনলাইনে আয় করার কথা তো আমরা সবসময় শুনে থাকি, তবে স্কিল না থাকায় অনলাইনে ইনকামের ক্ষেত্রে অনেক মানুষই তেমন একটা সুবিধা করতে পারেননা। আর অনলাইনে আয় কিছুটা অনিশ্চিত সম্ভাবনা বয়ে আনে। তাই অনেকে অফলাইনে আয়কে অধিক প্রাধান্য দিয়ে থাকেন। এই পোস্টে জানবেন অফলাইনে আয় করার সেরা কিছু উপায় সম্পর্কে।

Money Dollar Earn Money Internet Network

ফটোগ্রাফি

আপনার কাছে যদি একটি ক্যামেরা থাকে ও আপনি যদি ঐ ক্যামেরা ব্যবহার করে যথেষ্ট ভালো ছবি তুলতে পারেন, তাহলে ফটোগ্রাফি করে আয় করার অসংখ্য সুযোগ রয়েছে। আপনি চাইলে পোর্ট্রেইট ফটোগ্রাফির কাজ করে ভালো মানের আয় করতে পারেন।

আবার বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে পার্টনারশিপ করে বিভিন্ন ইভেন্ট, যেমনঃ বার্থডে, পার্টি বা বিয়ের অনুষ্ঠানে ফটোগ্রাফি করতে পারেন। এছাড়া প্রোডাক্ট ফটোগ্রাফির বর্তমানে প্রচুর চাহিদা রয়েছে। আপনি যদি এই বিষয়ে দক্ষ হয়ে থাকেন, তবে আপনার দক্ষতা কাজে লাগাতে পারেন অফলাইনে আয়ের ক্ষেত্রে।

[###] ছাত্রজীবনে আয় করার সেরা কিছু উপায়

ইন্টার্নশিপ

কাজ শেখার পাশাপাশি আয় করতে চান? খুঁজে দেখতে পারেন ইন্টার্নশিপ জব। ইন্টার্নশিপ জব এর ক্ষেত্রে মূলত আপনি কোনো প্রতিষ্ঠানে শিক্ষানবিশ হিসেবে চাকরি করবেন, তবে এর পরিবর্তে আপনাকে পারিশ্রমিক দেওয়া হবে।

ছাত্রজীবনে ইন্টার্নশিপ করা বেশ ভালো একটি কাজ, কেননা এতে আয়ের পাশাপাশি ভালো মানের অভিজ্ঞতা হয় যা পরবর্তীতে চাকরি জীবনে গিয়ে কাজে লাগে। নতুন কোনো বিষয় শেখার পাশাপাশি যদি আয় করা যায় তাহলে মন্দ হয়না, তাইনা? ছাত্র হিসেবে অফলাইনে আয়ের সবচেয়ে সেরা একটি উপায় হতে পারে ইন্টার্নশিপ।

[###] ফেসবুক থেকে টাকা আয়ের নতুন উপায় ফেসবুকেও শর্ট ভিডিও

হোম টিউটর

অফলাইনে আয়ের সবচেয়ে প্রচলিত পথ হলো হোম টিউটর হিসাবে পড়ানো। দেশে প্রচুর পরিমাণ হোম টিউটর এর চাহিদা রয়েছে। আপনি যেসব বিষয়ে ভালো দক্ষতা রাখেন, সে সব বিষয় অন্যদের শিখিয়ে আয় করতে পারেন।

এছাড়া শিক্ষকতা একটি সম্মানের পেশা, যা অনেকের দারুণ পছন্দ। আবার হোম টিউটর হিসেবে টিউশান পাওয়া কিন্তু অনেকটা সহজ। আপনার আশেপাশে খোঁজ করলেই পেয়ে যাবেন প্রচুর টিউশান এর খোঁজ।

কোচিং সেন্টার

একা বা কয়েকজন বন্ধুকে সাথে নিয়ে শুরু করতে পারেন একটি কোচিং সেন্টার। বর্তমানে কোচিং সেন্টার একটি জনপ্রিয় আয়ের পথের পাশাপাশি শিক্ষার্থীদের বেশ ভালোভাবে সাহায্য করছে। ভালো হয় প্রতিটি সাবজেক্ট এর জন্য এক্সপার্ট কোনো কাউকে উক্ত বিষয়ে পড়াতে নিয়োগ করা।

কোচিং সেন্টার শুরু করতে কিন্তু আবার আপনার শিক্ষক হওয়া তেমন একটা জরুরি নয়। আপনি চাইলে ভালো পড়াতে পারেন, এমন ব্যক্তিদেরকে কোচিং সেন্টারে নিয়োগ দিয়ে অর্থ আয়ের পাশাপাশি অন্যদের উপকার করতে পারেন।

ফুড বিজনেস

বর্তমানে বেশ রমরমা অবস্থা ফুড বিজনেস এর। ভালো খাদ্য সবার পছন্দ, আর যেকোনো এলাকায় যদি কিছু পুঁজি নিয়ে একটি খাবারের ব্যবসা দাঁড় করাতে পারেন, তবে তা একটি ফিউচার-প্রুফ সিদ্ধান্ত হতে পারে। ফুড বিজনেস বিভিন্ন ভাবে করা যেতে পারে।

রেস্টুরেন্ট এর মত এলাহি কান্ড করেও খাদ্যের ব্যবসা শুরু করতে পারেন, আবার চাইলে ছোটোখাটো ফুডকার্ট নিয়েও ব্যবসা করা যেতে পারে। মূলত যেকোনো বাজেট নিয়ে শুরু করা যাবে ফুড বিজনেস।

[###] ভিডিও এডিটিং কি? ভিডিও এডিটিং করে আয় করার উপায়

পার্ট টাইম চাকরি

অসংখ্য প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠানে পার্ট টাইম কর্মী নিয়োগ করে থাকে। অর্থাৎ আপনি যদি শিক্ষার্থী হোন বা দিনের নির্দিষ্ট সময় ব্যস্ত থাকেন, সেক্ষেত্রে অফলাইনে অর্থ আয়ের একটি লাভজনক পথ হতে পারে এই ধরনের পার্ট টাইম চাকরি করা।

বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি, হাসপাতাল, এনজিও, আইটি কোম্পানি, ইত্যাদি প্রতিষ্ঠান প্রায়সই পার্ট-টাইম কর্মী নিয়োগ দিয়ে থাকে। তাই নির্দিষ্ট সময় যদি আপনার কাজে ব্যয় করার সীমাবদ্ধতা থাকে, তবে পার্ট টাইম চাকরি একটি ভালো আইডিয়া হতে পারে।

[###] ব্যবসা নাকি চাকরি কোনটি বেছে নেওয়া উচিত?

রাইড শেয়ারিং

বিভিন্ন রাইড শেয়ারিং কোম্পানি, যেমনঃ উবার, পাঠাও, ইত্যাদিতে কাজ করে ভালো মানের আয় সম্ভব। এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে মূলত আপনার কাছে থাকা যেকোনো যানবাহন ব্যবহার করে মানুষকে গন্তব্যে পৌঁছে দিয়ে অর্থ আয় করা সম্ভব।

এছাড়াও ফুডপান্ডার মত বিভিন্ন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ও তাদের অর্ডার গ্রাহকের হাতে পৌঁছে দিতে রাইডার নিয়োগ করে থাকে। এসব রাইডার এর জব এর ক্ষেত্রে আয়ের পাশাপাশি পার্ট টাইম কাজের সুযোগ রয়েছে।

[###] ফেসবুক থেকে আয়ের নতুন উপায়

ইভেন্ট ম্যানেজমেন্ট

অফলাইনে আয়ের একটি অসাধারণ উপায় হলো ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসা শুরু করা। ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসার ক্ষেত্রে একাধিক সেবাকে এক স্থানে আনতে হয়, যাতে চাইলে আপনি অন্যদের হায়ার করেও করতে পারেন বা নিজের একটি টিম তৈরী করতে পারেন।

ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি চালাতে হলে একাধিক বিষয়ে আপনার জ্ঞান থাকা জরুরি। লাভজনক একটি ব্যবসা হলেও এটি সম্পর্কে যথেষ্ট ধারণা না থাকলে ব্যবসা শুরু করতে বেশ সমস্যায় পড়তে হতে পারে।

[###] সোশ্যাল মিডিয়া থেকে টাকা আয়ের উপায়

ইনভেস্টিং

ইনভেস্ট করে মোট অংকের টাকা আয় করা যায়, এটা সবার জানা। কিন্তু কোথায় ইনভেস্ট করবেন ও লাভ-ক্ষতির হিসাব না করে ইনভেস্টিং এর ক্ষেত্রে আগানো ঠিক নয়। যেমনঃ আপনি চাইলে স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারেন, তবে সেজন্য আপনাকে আগে থেকে জ্ঞান রাখা লাগবে।

আবার আপনি চাইলে বন্ধু বা পরিবারের কোনো সদস্যের বা যে কারো ব্যবসার শেয়ার কিনতে পারেন বা ইনভেস্ট করতে পারেন উক্ত ব্যবসায়। এছাড়া সম্ভাবনায়ময় কোনো পণ্যে ইনভেস্ট করেও পরে ভালো অংকের লাভ তোলা যায়।

ফরেক্স ট্রেডিং, ক্রিপটোকারেন্সি, এনএফটি ইত্যাদি সেক্টরে ইনভেস্টমেন্ট পরবর্তীতে বেশ লাভজনক বলে প্রমাণিত হয়েছে। তাই হাতে ইনভেস্ট করার মতো টাকা থাকলে তা ঠিকভাবে যাচাইবাছাই করে ইনভেস্ট করা অফলাইনে আয়ের একটি লাভজনক উপায় হতে পারে।

[###] ফ্রিল্যান্সিং করার আগে যা জানা প্রয়োজন

অফলাইনে আয় করার উল্লেখিত লাভজনক উপায় থেকে আপনার পছন্দের কোনটি? আমাদের জানান কমেন্ট সেকশনে।

One Response

  1. muktokosh March 16, 2022

Add Comment

Skip to toolbar