2 মিনিট একাউন্ট করে 500 টাকা পেলাম।

হ্যালো ব্রণ আজকে আমি আপনাদের সাথে এমন একটি সাইট শেয়ার করব যেখানে আপনারা একাউন্ট করে আপনার অথবা আপনার বাবা-মা-ভাই-বোন যে কারোর আইডি কার্ড দিয়ে একাউন্টি ভেরিফাই করলেই সাথে সাথে 500 টাকা পেয়ে যাবেন এবং এই টাকা সরাসরি বিকাশে পেমেন্ট নিতে পারবেন।

যেভাবে একাউন্ট করবেন

একাউন্ট করতে এখানে ক্লিক করুন

  • প্রথমে উপরের লিংকে ক্লিক করুন
  • এরপর প্রথমে আপনার ইমেইল এড্রেস এবং নিচে আপনার পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড চেঞ্জ জায়গায় আবারও একই পাসওয়ার্ড দিন
  • এরপর নিচে sent code এ ক্লিক করলে আপনার ই-মেইল এ্যাড্রেস একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি কপি করে নে সে খালি বক্সে দিন।
  • পর খালি বক্সে টিক চিহ্ন দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করুন।

রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর অ্যাপস ডাউনলোড করুন। অথবা ওয়েবসাইটটির নাম লিখে প্লে স্টোরে সার্চ করলেও আপনারা একটি পেয়ে যাবেন।

অ্যাপস টি ডাউনলোড করে ইনস্টল করুন এবং এরপর লগইন করুন।

  • অ্যাপস এ লগইন করার পর উপরে বা পাশে প্রফাইল অপশনে ক্লিক করুন এবং authorisation এ ক্লিক করুন
  • এরপর আপনার একাউন্টি ভেরিফাই করার জন্য আপনি যার আইডি কার্ড দিয়ে একাউন্ট করবেন তার নাম দিন আর উপরে ন্যাশনালিটি জায়গায় বাংলাদেশ সিলেক্ট করুন।
  • এরপর পরের স্টেপ ভেরিফিকেশন এর জন্য প্রথমে আপনার আইডি কার্ডের সামনের অংশের ছবি তুলুন
  • এরপর একটি কাগজে যার আইডি কার্ড তার নাম লিখুন এবং নিচে ওয়েবসাইটটির নাম লিখুন এবং তার নিচে যে তারিখে আপনি রেজিস্ট্রেশন করছেন সেই তারিখটি লিখুন।
  • এরপর আপনার আইডি কার্ডটি এবং সেই কাগজটি একসাথে ধরে যার আইডি কার্ড তার হাতে দিয়ে তাকে সহ একটি ছবি তুলুন।
  • এরপর দুইটি ছবি আপলোড করে দিন।

ব্যাস আপনার কাজ শেষ। ভেরিফিকেশনের জন্য দুই থেকে তিন মিনিট সময় নেবে এরপর ভেরিফাই হওয়ার সাথে সাথে আপনার একাউন্টে 6 টি টোকেন এসে যাবে। এই 6 টি দোকানের মূল্য বাংলাদেশি টাকায় 500 টাকা। আর এই টোকেন আপনারা সরাসরি সাইটটি থেকে বিটকয়েন এ রূপান্তরিত করে সরাসরি বিকাশে পেমেন্ট নিতে পারবেন।

আপনার টোকেনটি বিটকয়েন এ রূপান্তরিত করার জন্য টোকেন এর ডানপাশে সেল অপশন পাবেন সেখানে সেল এ ক্লিক করে বিটিসি অপশনে ক্লিক করবেন তাহলে আপনার প্রতি বিটকয়েন এ রূপান্তরিত হয়ে যাবে এরপর আপনিই বিট কয়েন বিক্রি করে সরাসরি বিকাশে টাকা নিতে পারবেন।

One Response

  1. Mayabi March 7, 2023

Add Comment

Skip to toolbar