ডিল করুন নিশ্চিন্তে, বাংলাদেশি ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস

সোয়াপ ডিল বাংলাদেশ (Swap Deal Bangladesh) হচ্ছে একটি বাংলাদেশী মার্কেটপ্লেস, যেখানে ক্রেতা এবং বিক্রেতা ১০০% সেইফলি লেনদেন করতে পারে। অনলাইন জগতে লেনদেন করার জন্য সবচাইতে নিরাপদ মাধ্যম হচ্ছে সোয়াপ ডিল বাংলাদেশ (Swap Deal Bangladesh), ২৪ ঘন্টা সাপোর্ট নিয়ে বাংলাদেশি এই মার্কেটপ্লেস ইউজারদের সার্ভিস প্রদান করে যাচ্ছেন।

তারা এই মার্কেটপ্লেসে ক্রেতা- বিক্রেতার জন্য সর্বোচ্চ সুযোগ তারা প্রদান করে থাকেন।

তাদের পলিসি অনুযায়ী ক্রেতা চার্জ মাত্র ১০ টাকা থেকে শুরু এবং বিক্রেতা চার্জ ০%, যা ফ্রী। তাদের ২৪ ঘন্টা সাপোর্টের মধ্য দিয়ে আপনার লেনদেনটি সম্পূর্ণ করে দিবে ১০০% সেইফলি।

সোয়াপ ডিল বাংলাদেশ (Swap Deal Bangladesh) কি?

সোয়াপ ডিল বাংলাদেশ (Swap Deal Bangladesh) হচ্ছে একটি বাংলাদেশী ফ্রীল্যান্সিং মার্কেটপ্লেস।

এখানে ক্রেতা এবং বিক্রেতা ১০০% সেইফলি নিজেদের প্রোডাক্ট ক্রয়- বিক্রয় করতে পারে। তাদের রয়েছে লাইভ চ্যাটে সাপোর্ট ব্যবস্থা ২৪ ঘন্টা।

আমরা জানি যে, বর্তমানে অনলাইনে প্রোডাক্ট ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে প্রতারিত হচ্ছে।

মূলত সোয়াপ ডিল বাংলাদেশ মানুষকে অনলাইন প্রডাক্ট ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে প্রতারিত হওয়ার হাত থেকে মুক্তি দিচ্ছে। ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ফাইবার, আপওয়ার্ক এর মতো তাদের কার্যক্রম।

পেমেন্ট সিস্টেম দ্রুত সহ আরও বিভিন্ন সুবিধা তারা দিয়ে থাকে ইউজারদের।

সোয়াপ ডিল বাংলাদেশ থেকে উপার্জন

যারা অনলাইন এর সাথে পরিচিত তারা সবাই কোন না কোন সার্ভিসের সাথে অবশ্যই যুক্ত রয়েছেন। কিন্তু অনেকে নিজের সার্ভিস গুলো বিক্রি করার মতো বিশ্বস্ত মার্কেটপ্লেস খুঁজে পায় না, তাদের জন্য সঠিক মার্কেটপ্লেস হচ্ছে সোয়াপ ডিল বাংলাদেশ (Swap Deal Bangladesh), এখানে খুবই সীমিত চার্জ দিয়ে আপনার যেকোন ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে পারেন।

বর্তমানে তাদের ইউজার সংখ্যা রয়েছে হাজারের অধিক যারা প্রতিনিয়ত তাদের মার্কেটপ্লেসে লেনদেন করে থাকেন।

আপনার ডিজিটাল প্রোডাক্ট বিক্রির লক্ষ্যে ফেসবুক কিংবা গুগল অথবা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে প্রমোশন না করে খুব সহজে সোয়াপ ডিল বাংলাদেশ মার্কেটপ্লেসে একটি গিগ করার মাধ্যমে মানুষের সামনে পৌঁছে দিতে পারেন।

এছাড়াও আপনার প্রোডাক্টটি সবার উপরে রাখতে তাদের “ফিচার সার্ভিস” রয়েছে সেটি ব্যবহার করতে পারেন।

তাছাড়া তারা তাদের মার্কেটপ্লেসে ক্রয় বিক্রয় হয় এমন প্রোডাক্ট গুলো তাদের ফেসবুক গ্রুপের মাধ্যমে প্রমোশন করে থাকেন ফ্রিতে।

আপনার ডিজিটাল প্রোডাক্ট ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তাদের ফেসবুক গ্রুপে পোস্ট করে দিতে পারেন এবং সর্বোচ্চ মূল্যে আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারেন।

ইউজার সুবিধার জন্য তারা রেখেছেন সর্বোচ্চ সিকিউরিটি যা আপনার প্রোডাক্ট এবং টাকা কে প্রোটেক্ট করে থাকে।

ইউজারদের সুবিধা কি?

সোয়াপ ডিল বাংলাদেশ (Swap Deal Bangladesh) মার্কেটপ্লেসে ইউজারদের অনেক বেশি সুবিধা রয়েছে।

যেমন: ফ্রিতে লাইফটাইম আপনি এখানে আপনার সার্ভিসগুলোর (গিগ/GIG) পাবলিশ করে রাখতে পারবেন, এতে করে তাদের কোন বেনিফিট দিতে হবে না।

কেবলমাত্র আপনার কোন প্রোডাক্ট ক্রয়-বিক্রয় হলে তখন তাদের একটা নির্দিষ্ট চার্জ রয়েছে সেটা দিতে হয়।

তাদের চার্জ খুবই সীমিত, যা ইউজারদের জন্য অনেক বেশি হেল্পফুল।

ইউজারদের সুবিধার্থে তারা ইউজারের প্রোফাইলে “Blue ব্যাজ” প্রদান করে থাকে।

তবে তাদের Blue ব্যাজ পাওয়ার ক্ষেত্রে তাদের কিছু রিকোয়ারমেন্ট রয়েছে যেগুলো সম্পর্কে আপনাকে অবগত হতে হবে।

এবং তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার প্রোফাইল সম্পূর্ণ হতে হবে।

এছাড়াও তাদের পেমেন্ট মাধ্যম রয়েছে বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংক মাধ্যমগুলো।

ক্রেতা-বিক্রেতা বাংলাদেশের সব ধরনের পেমেন্ট মাধ্যমগুলো ব্যবহার করে, এখানে পেমেন্ট আদান-প্রদান করতে পারবে।

বেশ কিছু দক্ষ ম্যানেজমেন্ট দিয়ে পরিচালিত হচ্ছে বাংলাদেশি ফ্রীলান্সিং মারকেটপ্লেস সোয়াপ ডিল বাংলাদেশ।

২৪ ঘন্টা লাইভ চ্যাটের মাধ্যমে আপনার প্রোডাক্ট অথবা লেনদেনকৃত সমস্যাগুলো সমাধান পেতে পারেন।

বর্তমানে বাংলাদেশ নিয়ে কাজ করলেও তাদের পরিকল্পনা রয়েছে ইন্টারন্যাশনাল ভাবে সার্ভিস প্রদান করার। ইন্টারন্যাশনাল সার্ভিস প্রদান করতে তারা তাদের মার্কেটপ্লেসকে আরো দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছেন।

Swap Deal Bangladesh থেকে এখন দিনে তিন বার করে payment করা হয়, যা আগে একবার করে করা হয়। এটি একটি অন্যতম ভালো দিক বলে আমি মনে করি।

অতএব আপনি নিরাপদে অনলাইন ডিল করতে ও অনলাইন সার্ভিস নিতে নিশ্চিন্তে Swap Deal Bangladesh – সোয়াপ ডিল বাংলাদেশ ব্যাবহার করুন। দুশ্চিন্তা মুক্ত থাকুন।

Add Comment

Skip to toolbar