Android দিয়ে পিসিতে নেট চালান মডেমের কি প্রয়োজন

আশা করি সবাই ভাল আছেন। আমার আজকের টিউন টি হচ্ছে কিভাবে পিসিতে নেট চালাবেন মডেম ছাড়া Android ফোন দিয়ে

তাহলে শুরু করা যাক Android দিয়ে পিসিতে নেট চালান

খুব সহজেই করতে পারবেন ঝামেলা ছাড়াই।

১। প্রথমে আপনার ডাটা ক্যাবেলটি দিয়ে আপনার পিসিতে মোবাইল সংযোগ দিন।

২। এবার আপনার মোবাইল এর ডাটা কানেক্ট দিন।

৩। তারপরে আপনার সেটিং এ যান।

৪। এই মেনুতে যান More >  Tethering & Protable Hotspot

৫। WLAN Hotspot অন করুন এবং USB Tethering অন করুন।

দেখবেন কিছুক্ষণের ভিতরে আপনার পিসিতে নেট কানেক্ট হয়ে গেছে। এবার আপনি ব্রওসিং ও ডাউনলোড করতে পারেন।

আমি এই নিয়ম এ নেট চালাই মডেম এর চেয়ে স্পীড ভাল পাই

ভাল লাগলে আপনার মতামত দিন। সমস্যা হলে জানান।

Add Comment

Skip to toolbar