শুরু হয়ে গেছে সামাজিক যুদ্ধ। Warfare Chat

আজ থেকে ১০/১২ বছর আগে মোবাইলে চ্যাট এর জগতে Mig33 অদ্বিতীয়। যারা মোবাইলে চ্যাট করতে পছন্দ করেন তাদের জন্য কিছুদিন আগে নিয়ে এসেছিলাম Warfare Chat। যদিও পূর্বের Mig33 পাওয়া যাবেনা তবুও কিছুটা স্বাদ পাবেন। আমার প্রথম পোস্ট 

Mig33 এর  লোকার্ড LowCard গেম এর কথা সবারই মনে আছে। সেরকম কিছু গেম নিয়ে এসেছে Warfare Chat

আপাতত তিনটি গেম নিয়ে এসেছে Warfar Chat

   Social War

   LowCard

   Head or tail

সর্বশেষ দুটি গেম সবার পরিচিত কিন্তু প্রথম গেমটি নতুন এসে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে।

আজকে Social War (সামাজিক যুদ্ধ) গেমটি নিয়ে বিস্তারিত পরিচিতি দেয়ার চেষ্টা করবো। 

এই গেমটি অন্য সব  চ্যাট বেস গেম এর থেকে একটু আলাদা। গেমটি মূলত দুটি টিম এর মধ্যে হয়। আপনি ইচ্ছা করলে একা খেলতে পারবেন। সেক্ষেত্রে আপনার প্রতিপক্ষ হবে Warfare Bot

গেমটি শুরু করতে যেকোনো চ্যাট রুম এ ঢুকে /sw s লিখে রুম এ টেক্সট পাঠিয়ে দিন। 

আপনি যদি গেমটি শুরু করেন তাহলে আপনি স্বয়ংক্রিয়ভাবে Team A তে যুক্ত হয়ে যাবেন। যদি অন্যকেউ গেমটি শুরু করে তাহলে গেম এ জইন করতে চাইলে .j a (Team A তে  জয়েন করতে চাইলে) .j b (Team B তে  জয়েন করতে চাইলে)

ধরুন Team A তে জয়েন করেছে ২ জন কিন্তু Team B তে কেউ জয়েন করেনি সেক্ষেত্রে ২ টি Warfar Bot স্বয়ংক্রিয়ভাবে Team B তে জয়েন করবে। 

গেমে শুরু হলে আপনাকে প্রথমে Weapon সংগ্রহ করতে হবে। Weapon সংগ্রহ করার জন্য .o লিখে রুম এ টেক্সট পাঠাতে হবে।

গেমটিতে যেসকল ওয়েপন পাবেন ।

 

Weapon সংগ্রহ হয়ে গেলে Warfare bot নির্বাচন করবে কোন টিম আগে আক্রমন করবে।

এরপর আপনার প্রতিপক্ষ টিম এর যেকোনো সদস্যকে আপনি আপানর weapon দিয়ে আক্রমন করতে পারবেন।

আপনার প্রতিপক্ষ টিম এ যদি কোন ইউজারকে আক্রমন করতে চান তাহলে

.a username লিখে  রুম এ টেক্সট পাঠাতে হবে।

আপনার প্রতিপক্ষ টিম এ যদি কোন warfare bot কে আক্রমন করতে চান তাহলে .a 1 লিখে  রুম এ টেক্সট পাঠাতে হবে। 

উপরের ছবিতে দেখুন প্রতিপক্ষ টিম এ যদি কোন warfare bot হচ্ছে troop_1 তাই তাকে আক্রমন করতে চাইলে .a 1 লিখে  রুম এ টেক্সট পাঠাতে হবে।  যদি warfare bot troop_3 হয় তাহলে তাকে আক্রমন করতে চাইলে .a 3 লিখে  রুম এ টেক্সট পাঠাতে হবে।

প্রতিপক্ষকে অ্যাটাক এর পর আপনি আপনার কতটুকু লাইফ আছে তা আপনার আইডির পাশে দেখতে পাবেন।

গেমটি খেলতে চাইলে  warfarechat  এখানে রেজিস্ট্রেশান করে লগিন করুন।  আপনি আপনার PC তে বসেও গেমটি খেলতে পারেন।

আপনাদের কোন কিছু বুজতে অসুবিধা হলে কমেন্ট এ জিজ্ঞেস করতে পারেন।

ধন্যবাদ।

Add Comment

Skip to toolbar