২০২০ সালে সর্বাধিক ডাউনলোডেড স্মার্টফোন গেম এমং আস

বিগত কয়েক বছর ধরেই বিশ্বজুড়ে গেমিং ইন্ডাস্ট্রি কাঁপিয়ে বেড়াচ্ছে মাল্টিপ্লেয়ার ব্যাটল রয়্যাল গেমগুলো। এর মধ্যে রয়েছে পাবজি, কল অফ ডিউটি, ফরটনাইট প্রভৃতি। বেশ কয়েক বছর যাবৎ ধারাবাহিক ভাবে সর্বাধিক ডাউনলোড হওয়া স্মার্টফোন গেমের বাজার দখল করে রেখেছিলো পাবজি মোবাইল।

তবে সময়ের সাথে পরিবর্তন এসেছে ভিডিও গেম বা মোবাইল গেমের বিষয়বস্তুতে। সাম্প্রতিক সময়ে সবাইকে অবাক করে দিয়ে পাবজি মোবাইল ও কল অফ ডিউটি মোবাইলকে হারিয়ে তালিকার শীর্ষে উঠে এসেছে Among Us নামের মোবাইল গেম।

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে সবথেকে বেশি ডাউনলোডেড গেম হিসেবে জায়গা করে নিয়েছে Among Us গেমটি। সেন্সর টাওয়রের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের আগস্ট – সেপ্টেম্বর মাসের মধ্যে রেকর্ড প্রায় ৮৫ মিলিয়নেরও অধিকবার ডাউনলোড হয়েছে Among Us

এই গেমটি তৈরী করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গেম নির্মাতা প্রতিষ্ঠান ‘ইনারস্লোথ গেম স্টুডিও’। এই গেমটি তৈরী করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গেম নির্মাতা প্রতিষ্ঠান ‘ইনারস্লোথ গেম স্টুডিও’।

মূলত এটি একটি স্পেস কেন্দ্রিক অনলাইন মাল্টিপ্লেয়ার গেম, যা সর্বনিম্ন ৪ জন এবং সর্বোচ্চ ১০ জন খেলতে পারেন। যেখানে ইমপোস্টার ও ক্রুমেট নামক রোলপ্লে করে গেমটি খেলতে পারেন প্লেযাররা। ক্রুমেটরা একসাথে কাজ এবং বিভিন্ন টাস্ক সলভ করতে হয় নিজেদের বাঁচিয়ে থাকার জন্য। প্লেয়ারের লক্ষ্য হল – গেমের স্পেসশিপগুলিকে একত্রিত রাখা এবং সিভিলাইজেশন বা সভ্যতায় ফিরে আসা। তবে কোনো বিদেশী ইমপোস্টারের থেকে গা বাঁচিয়ে থাকতে হবে। প্লেয়াররা তাদের ক্রুমেটদের সহযোগিতায় টিমওয়ার্ক বা বিট্রেয়াল মিশনগুলি সম্পূর্ন করতে পারবেন।

অন্যদিকে গতমাসে ভারতে পাবজি মোবাইল নিষিদ্ধ হবার পর থেকেই গেমটির বৈশ্বিক ডাউনলোড কমতে শুরু করে। কেননা বৈশ্বিক বাজারে পাবজি মোবাইলের শেয়ারের ২৪ শতাংশই ছিল ভারতে, যেকারনে নিষিদ্ধ হবার পরে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ হয়নি পাবজি মোবাইল। মূলত ভারত নিষেধাজ্ঞাই কাল হয়ে দাঁড়িয়েছে পাবজির জন্য, যা হরে হরে টের পাচ্ছে পাবজি মোবাইল কর্তৃপক্ষ।

Source: techzoom

Add Comment

Skip to toolbar