ব্যাংক থেকে নগদে যেভাবে টাকা নিয়ে আসবেন | Bank to Nagad Money Transfer

নগদ এ চালু হলো ব্যাংক থেকে টাকা আনার সুবিধা। এর ফলে গ্রাহকগণ নিজেদের ব্যাংক একাউন্ট থেকেই নগদে টাকা আনতে পারবেন। অর্থাৎ নগদে ক্যাশ ইন করতে এজেন্টের কাছে যেতে হবেনা। সরাসরি নিজের ব্যাংক একাউন্ট ব্যবহার করেই নগদ ব্যবহারকারীগণ নগদে টাকা আনতে পারবেন।

নগদ এর এই “ব্যাংক-টু-নগদ” অ্যাড সার্ভিস এর ফলে দেশ বিদেশের যেকোনো প্রান্ত হতেই ব্যাংক একাউন্ট ব্যবহার করে রিচার্জ করা যাবে নগদ ব্যালেন্স। ব্যাংক থেকে যেকোনো নগদ একাউন্টে দৈনিক ৫ বার ও সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত অ্যাড মানি করা যাবে। এইভাবে প্রতি মাসে ২৫ বার সর্বমোট ২০০,০০০ টাকা পর্যন্ত অ্যাড মানি করা যাবে।

যেসব ব্যাংক থেকে নগদে টাকা আনা যাবে

মোট ১৩ টি ব্যাংক থেকে নগদে টাকা আনা যাবে। অ্যাপ, ওয়েবসহ একাধিক মাধ্যমে ব্যাংক থেকে নগদে টাকা আনা যাবে। যেসব ব্যাংক থেকে নগদে টাকা আনা যাবে, সেসব ব্যাংকগুলো হলোঃ

বোনাসঃ নগদে নতুন একাউন্ট করলেই 155 টাকা ফ্রি

ব্যাংক থেকে নগদে টাকা আনার নিয়ম

ব্যাংক থেকে নগদে টাকা আনতে গেলে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। বেনিফিশিয়ারি অ্যাড করতেঃ

  • নগদ অ্যাপ এ প্রবেশ করুন
  • “অ্যাড মানি” নির্বাচন করুন
  • “ব্যাংক টু নগদ” সিলেক্ট করুন
  • ব্যাংক সিলেক্ট করুন
  • ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ বা ওয়েব এ লগ ইন করুন
  • “অ্যাড বেনিফিশিয়ারি” অথবা “ম্যানেজ বেনিফিশিয়ারি” ক্লিক করুন (ফান্ড ট্রান্সফার / ট্রান্সফার টু নগদ এর নিচে)
  • নির্দেশিত ধাপগুলো অনুসরণ করে বেনিফিশিয়ারি হিসেবে ‘নগদ’ একাউন্ট অ্যাড করুন
  • এখন বেনিফিশিয়ারি ‘নগদ’ একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন

বোনাসঃ দেশ সেরা ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের স্বীকৃতি পেল ‘নগদ’

বেনিফিশারি অ্যাড করার পর ব্যাংক থেকে ‘নগদ’ একাউন্টে টাকা পারবেন। ব্যাংক থেকে নগদে টাকা আনতেঃ

  • নগদ অ্যাপ এ প্রবেশ করুন
  • “অ্যাড মানি” নির্বাচন করুন
  • “ব্যাংক টু নগদ” সিলেক্ট করুন
  • ব্যাংক সিলেক্ট করুন
  • ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ বা ওয়েব-এ লগ ইন করুন
  • ফান্ড ট্রান্সফার / ট্রান্সফার টু ‘নগদ’ সিলেক্ট করুন
  • বেনিফিশিয়ারি লিস্ট থেকে ‘নগদ’ একাউন্ট সিলেক্ট করুন
  • ব্যাংক ডেবিট একাউন্ট সিলেক্ট করুন
  • টাকার পরিমাণ দিন এবং কারণ লিখুন
  • ওটিপি টাইপ করুন
  • কনফার্ম বাটনে ক্লিক করুন
  • ট্রান্সফার শেষে কনফার্মেশন এসএমএস পাবেন

আরো পড়ুনঃ বিকাশ, নগদ, রকেট সহ সব MFS ও ব্যাংকে পারস্পরিক লেনদেন চালু

ব্যাংক থেকে নগদে টাকা আনার ফি

ব্যাংক থেকে নগদে টাকা আনতে কোনো ফি প্রযোজ্য নত। অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে ব্যাংক থেকে নগদে টাকা আনা যাবে।  এছাড়াও উল্লেখিত ব্যাংকগুলোর ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে দেশের বাইরে থেকেও ‘নগদ’ একাউন্টে অ্যাড মানি করতে পারবেন নগদ ব্যবহারকারীগণ। তবে ‘নগদ’ অ্যাপটি  শুধু বাংলাদেশে ব্যবহার করা যাবে।

Add Comment