ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়াল (from w3 School) এইসটিএমএল৫ পর্ব–৮


Warning: Attempt to read property "roles" on bool in /home/bestpeza/techtunes.tech/wp-content/plugins/wp-user-frontend/wpuf-functions.php on line 4555

আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন বাংলা টিওটোরিয়ালের আজকে ৮তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করবো সি.এস.কি? কতভাবে আমরা সি.এস.এস কে এইসটিএমএল এর সাথে ব্যাবহার করতে পারি? এইসটিএমএল এবং সিএসএস মাঝে সম্পর্ক কি?

আমরা এতদিন এইসটিএমএল এর মাধ্যমে কিভাবে একটি ওয়েব সাইটের ব্যসিক লেখা যায় তা দেখেছি। আজকের টিউটোরিয়ালে আমি সি.এস.এস এর একেবারে মূল কিছু কথা আলোচনা করবো।

আমরা মূলত তিনভাবে সিএসএস কে এইসটিএমএল এর মাঝে ব্যাবহার করতে পারি আমেদের ওয়েবসাইটকে ডেকরেশন করার জন্য।

  1. Inline Style Sheets
  2. Internal Style sheets
  3. External style sheets

প্রথমেই বলেছি আজকে শুধু ব্যাসিক আলোচনা করবো। সামনে আমাে সি.এস.এস এর ধারাবাহিক টিউটোরিয়ালে আপনারা বিস্তারিত পাবেন। এই তিন ধরনের সি.এস.এস এর ব্যাবহার দেখার জন্য নিচে দেয়া ভিডিওটি দেখুন।বিস্তারিত ব্যাবহারিকভাবে দেখতে বুঝতে পারবেন কোনা প্রশ্ন থাকলে আমাকে জানাবেন