লিঙ্ক ছট করে নিন এবং ডাটা এনালাইটিক্স করুন ফ্রিতে।

আজকে আপনাদের সাথে একটি লিংক সর্টেন টুলস এর সাথে পরিচয় করে দিবো। এখানে সম্পর্ণ ফ্রীতে অনেক প্রিমিয়াম সার্ভিস গ্রহণ করতে পারবেন। বেশ অনেক গুলো ফীচার আপনি পাবেন এখান থেকে। তার মদ্ধ্যে আমি কিছু ফীচার নিয়ে আজকে আলোচনা করবো বাকী গুলো আপনারা ওয়েবসাইটে ভিসিট করলেই দেখতে পারবেন।

আপনি এখানে নিম্নলিখিত ফিচার পাবেন।

  • URL Shorten with custom name
  • Data analytics
  • Traffic source, country name, browser name, device name, source permalink with table and etc.
  • Performance 100%
  • You can set expiry date, traffic click limit, set password with link, modify redirect method e.g 301
  • You can block some country/ip to visit your link.

এরকম এর বেশ কিছু ফীচার আপনি ফ্রিতে পেয়ে যাবেন। এবার চলুন কিভাবে লিংক শর্ট করবেন এবং কাস্টম লিঙ্ক যোগ করবেন।

#Step1:
প্রথমে link shortener online toots টুলস এ ভিসিট করুন এর পরে নিচের স্ক্রিনশট ফলো করুন।

#Step2:
এবার আপনার বড় লিংক পেস্ট করুন।

#Step3:
এবার শর্টেন বাটুনে ক্লিক করুন। দেখবেন আপনার বড় লিংক ছোট হয়েগেছে। এখন আপনি চাইলে কপি বাটন এ ক্লিক করে ছোট লিংক টা কপি করতে পারেন অথবা এখনি কাস্টম লিংক জোগ করতে পারেন।

#Step4:
এবার আপনি যদি চান কাস্টম লিংক সেট করবেন তাহলে আপনার করা ছোট লিংকের উপরে ক্লিক দিয়ে যেকোনো একটা নাম দিয়ে দিন তার পরে শর্টেন বাটন এ ক্লিক দিন।

#Step5:
স্বাগতম, আপনার লিঙ্ক ছোট হয়ে গেছে। এবার চাইলে যেকোনো জাগাতে শেয়ার করতে পারেন।

এবার এটার Data Analytics করতে Analytics পেজে গিয়ে দেখুন দেখুন সব ধরণের Data বা Expire Date বা Custom link change ও করতে পারবেন সেখানে।

সম্ভবত আপনারা বুঝেছেন এতক্ষণ আমি যা বললাম। ওয়েবসাইট লিঙ্ক: https://www.fleo.me

Add Comment