সহজে জুম দিয়ে অনলাইন ক্লাস, কোচিং, টিউশন ও ভিডিও কনফারেন্স শিখুন

বিশ্বব্যাপী করোনা মহামারীর প্রভাবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সমূহ দীর্ঘদিন বন্ধ থাকার পর। সম্প্রতি শিক্ষা কার্যক্রম অনলাইন টুলস ব্যবহার করে শুরু হয়েছে।

যেহেতু অনলাইন শিক্ষা কার্যক্রম অনেকের কাছেই একেবারে নতুন তাই আমাদের মধ্যে অনেকে বিষয়টি নতুন একটি ঝামেলা মনে করছেন। প্রকৃতপক্ষে অনলাইন ক্লাস, কোচিং, টিউশন ও ভিডিও কনফারেন্স এর জন্য জুম একটি অতি সহজ ও জনপ্রিয় টুলস।

চলুন খুবই অল্প সময় ব্যয় করে খুব সহজে জুমের মাধ্যমে ক্লাস, টিউশন, কোচিং বা মিটিং শুরু করার প্রক্রিয়াটি ধাপে ধাপে জেনে নিই।

যেভাবে জুম দিয়ে অনলাইন ক্লাস নিবেনঃ

ভিডিও এর মাধ্যমে ধাপে ধাপে জানতে নিচের স্টেপ গুলো ফলো করুন।

১। প্রথমের zoom.us এড্রেসে অথবা আপনার স্মার্ট ডিভাইসে ইনস্টলকৃত অ্যাপে প্রবেশ করুন।
২। আপনি যদি মিটিং অর্গানাইজার হন তাহলে লগইন করুন।
৩। Host a Meeting নির্বাচন করুন।
৪। তারপর প্রথমবার হলে জুম অ্যাপটি ইন্সটল হবে।
৫। ইন্সটল শেষে একটি মিটিং URL তৈরি হবে।
৬। URL টি মিটিং অংশগ্রহণকারীদের শেয়ার করুন।
৭। অংশগ্রহণকারীরা শেয়ারকৃত URL এর মাধ্যমে বা মিটিং আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবে।

 

নিচের ভিডিও দেখলেই সবকিছু বুঝতে পারবেন আশা করি।

 

ধন্যবাদ।

Add Comment

Skip to toolbar