অপ্রয়োজনীয় মেইলের উৎপাত থেকে নিস্তার মিলবে যেভাবে

প্রয়োজনীয় মেইলের পাশাপাশি মাঝে মাঝেই অপ্রয়োজনীয় মেইলে ভরে থাকে ইনবক্স। সময়ের অভাবে তা ডিলিট করাও হয়ে ওঠে না। ফলে প্রয়োজনীয় মেইলগুলো ইনবক্সে জায়গা না পেয়ে স্প্যামে চলে যাচ্ছে। তবে খুব সহজ উপায়ে মেইল বক্সের অবাঞ্ছিত মেইলগুলো অটো ডিলিট করা যায়।

Learn how to filter mails in gmail. Remove unwanted emails from gmail. Filter emails which is unnecessary to get important emails.

Learn how to filter mails in Gmail. Remove unwanted emails from Gmail. Filter emails which are unnecessary to get important emails.

অপ্রয়োজনীয় মেইলের উৎপাত থেকে নিস্তার মিলবে যেভাবে

এবার দেখে নেয়া যাক এ সমস্যা সমাধানে করণীয় কাজ। মাত্র ৫টি ধাপ অনুসরণ করেই পেয়ে যেতে পারেন এর সমাধান—
১. প্রথমে ডেস্কটপ/ল্যাপটপ বা মোবাইল থেকে জিমেইল ওপেন করুন।
২. সার্চ বারে একটি ফিল্টার আইকন দেখতে পাবেন।
৩. যদি আপনি সার্চ বাটনে ফিল্টার আইকন না দেখতে পান তাহলে ম্যানুয়ালি সার্চ করুন। এ জন্য সেটিংসে গিয়ে ফিল্টার অ্যান্ড ব্লকড অ্যাড্রেস-এ ক্লিক করুন। এরপর Create A News File Button এ ক্লিক করুন।
৪. এরপর ওই ফিল্টার অপশনে গিয়ে একদম উপরে লিখুন কোন কোন মেইল অপ্রয়োজনীয়। তার ডোমেইন নাম লিখুন। যেমন Zomato, Linkdine বা অন্য কোনো সংস্থার ডোমেইন নেম। এরপর তা সেভ করুন।
৫. পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলে ক্রিয়েট ফিল্টার অপশনে ক্লিক করুন এবং Delete it অপশনে ক্লিক করুন। এভাবেই গুগলের মেইল অটো ডিলিট ফিচারটি অ্যাক্টিভ করলে আর কষ্ট করে ডিলিট করতে হবে না অবাঞ্ছিত মেইল। নিজে থেকেই ডিলিট হবে অপ্রয়োজনীয় মেইলগুলো। এতে করে সময়ও বাঁচবে অনেক, ভোগান্তিও কমবে।

ইউএইচ

ই-মেইল শিডিউল করবেন যেভাবে জেনে নিন

Add Comment