মাদক মুক্তো দেশ গড়ি।

বর্তমান সমাজে মাদক একটি ভয়াবহ রুপ ধারন করেছে।যত দিন যাচ্ছে ততোই যেন মাদকে দিকে ঝুকে পরার সংখ্যা ততো বাড়ছে।মাদক এমনি একটি নেশা যা,একটি পরিবার,সমাজ ও রাষ্ট্রোকে প্রতি নিয়ত বিপদের দিকে ঠেলে দিচ্ছে।একজন নেশা গ্রস্থ ব্যাক্তি নেশার জন্য করতে পারেনা এমন কোন কাজ নেই।আমাদের সব সময় পরিবারের সকলের দিকে নজর রাখা প্রয়োজন,কে কি করছে কার সাথে মিসছে,কোথায় যাচ্ছে এগুলোর ব্যাপারে খোজ খবর রাখা।পৃথীবিতে হয়তো এই একটাই বস্তুু আছে যার কোন ভালো দিক নেই,সবটুকুই খারাপ দিক।তবে আমরা জানি নেশা আসক্তো ব্যাক্তিদের নিরাময় করাও সম্ভব।সমস্যা দেখে পালালে সমস্যার সমাধান হয়না কখনো বরং সামনে এগিয়ে সমস্যা সমাধানের পথ খুজতে হয়।তহলেই সমস্যা থেকে মুক্তি মেলে।তাই নেশা আসক্তো ব্যাক্তিদের দুরে ঠেলে না দিয়ে তাদের পাশে গিয়ে তাদের একটু বোঝাবার চেষ্টাতো করতেই পারি আমরা।যেমন-

১/নেশা গ্রস্থ ব্যাক্তির পরিবারকে ব্যাপারটা জানাতে হবে।

২/আমার তার কাছে গিয়ে তার সমস্যার কথা জাতে পারি কেনো সে নেশার পথ বেচে নিলো।

৩/তার কথা শুনে তাকে নিজের মতো করে নেশার খারাপ দিক গুলো জানাতে হবে।সেটা হোক গপ্লের মাধ্যেমে বা বাস্তোব দর্শন করিয়ে।

৪/এমন কাউকে নির্বাচন করতে হবে,যে নেশা গ্রস্থ ব্যাক্তি মানুষ হিসেবে কাকে বেশি পছন্দ করে তার সাহায্যে নিতে হবে।

৫/সব সময় তাকে চোখে চোখে রাখতে হবে,যাতে করে সে যেন আবার কোন নেশাকারি ব্যাক্তির সাথে মিশতে না পারে।

৬/নেশা গ্রস্থ ব্যাক্তিকে একটা নতুন জীবনের স্বপ্ন দেখাতে হবে।

নেশায় আক্রান্তো ব্যাক্তি যে হোক না কেনো সে আপার আমার পরিবার সমাজের আপন কেউ।তার থেকে বড় কথা কাউকে ভুল পথ থেকে ফিরিয়ে এনে সঠিক পথের দিশা দেখানো মানুষ হিসেবে আপনার আমার নৈতিক দায়িত্ব।

Add Comment

Skip to toolbar