মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করার উপায়

জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ চ্যাটিং ও কথা বলার জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ব্যক্তিগত কিংবা পেশাগত কাজে অনেক সময় হোয়াটসঅ্যাপে কল রেকর্ডের প্রয়োজন পড়ে। কিন্তু প্রচলিত অ্যাপগুলো দিয়ে ইন্টারনেটের কল রেকর্ড করা যায় না!

অ্যানড্রয়েড চালিত স্মার্টফোনেও হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করা সম্ভব। এজন্য প্রথমে এ লিংক থেকে কিউব কল রেকর্ডার অ্যাপটি ইন্সটল করে নিতে হবে।

কিউব রেকর্ডার অ্যাপটি চালু করে হোয়াটসঅ্যাপ অপশনটিতে ক্লিক করতে হবে, তাহলে হোয়াটসঅ্যাপ চালু হবে। এরপর প্রচলিত নিয়মে হোয়াটসঅ্যাপ কল করতে হবে। কিউব কল রেকর্ডারের পপ আপ উইন্ডো বা উইজেট মোবাইলের স্ক্রিনে দেখা গেলে কলটি সফলভাবে রেকর্ড হবে।

এ পদ্ধতিতে রেকর্ড না হলে কিউব কল রেকর্ডার অ্যাপের সেটিংস থেকে ‘Force VoIP call as voice call’ অপশনটি চালু করে আবার চেষ্টা করতে হবে। রেকর্ডিং অ্যাপটি সব স্মার্টফোনে কাজ করে না।

এ অ্যাপ ব্যবহার করে একই পদ্ধতিতে ফেসবুকের মেসেঞ্জার কিংবা স্কাইপের কলও রেকর্ড করা যাবে।

Add Comment