গুগলের চেয়ে সেরা কয়েকটি সার্চ ইঞ্জিন।

আমরা যারা এন্ড্রয়েড ব্যবহার করি তারা সবাই সার্চ ইঞ্জিন হিসেবে মূলত গুগল কেই বেছে নেই কিন্তু গুগোল এর চেয়েও উন্নত মানের সার্চ ইঞ্জিন আছে যেগুলো ব্যবহার করে আমরা আমাদের তথ্যগুলো গোপনীয় রাখতে পারি আমরা গুগলের মাধ্যমে পারিনা কারন গুগল আমাদের লোকেশন ট্র্যাক করে এবং আমরা কি সার্চ করছি সেগুলো তথ্য স্টোর করে রাখে। গুগলের মত আরো কয়েকটি সার্চ ইঞ্জিন হল

  1. ইয়াহু
  2. ডাকডাকগো
  3. বিং
  4. পিপিলিকা এটি বাংলাদেশের সার্চ ইঞ্জিন।

এদের মধ্যে ডাকডাকগো সার্চ ইঞ্জিন হ্যাকাররা ব্যবহার করেন কারণ এটা অধিক সিকিউর একটি সার্চ ইঞ্জিন এবং এখানে তথ্য লিক হওয়ার কোন সম্ভাবনা নেই।আমি আপনাদের সাথে এখন এমন একটি সাইট শেয়ার করব যেখান থেকে আপনারা সব ধরনের সার্চ ইঞ্জিনে সার্চ করতে পারবেন শুধুমাত্র একটি ওয়েবসাইট থেকে আর এই ওয়েবসাইটে সার্চ করার ফলে আপনারা টাকাও ইনকাম করতে পারবেন এখনো এখান থেকে রেজিস্ট্রেশন করলে 25 টোকেন ফ্রি পাবেন নিচের লিংকে ক্লিক করে

👇👇👇👇👇👇

রেজিস্ট্রেশন করুন

👆👆👆👆👆👆

ওপারে রেজিস্ট্রেশন করুন এ ক্লিক করলে আপনার সামনে একটি পেজ ওপেন হবে সেখানে singup এর অপশন পাবেন সাইনআপ এ ক্লিক করে আপনার ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড দেবেন এবং আই এম নট রোবট এ ক্লিক করে ভেরিফাই করে রেজিস্ট্রেশন করে নেবেন এখন আপনার একাউন্টে লগইন করে সার্চ করলে আপনি প্রতি সার্চের জন্য টাকা পাবেন। এবং এই টাকা সরাসরি কয়েনবেস এর মাধ্যমে বিকাশে নিতে পারবেন।

আর এই সাইট টি মজার ব্যাপার হলো প্রথম মাসে আপনি প্রতি সার্চের জন্য 0.50 টোকেন করে পাবেন। আর আপনি যদি প্রতিদিন পাঁচটি করে সার্চ করেন যেমন গুগলে সার্চ করেন তেমনি একমাস ধরে যদি পাঁচটি করে সার্চ করেন প্রতিদিন তাহলে একমাস পর প্রতি সাহায্যের জন্য আপনি 4 টোকেন করে পাবেন এবং এভাবে চালিয়ে গেলে পরের মাস থেকে 16 টোকেন করে পাবেন। আর এখানে 1000 টোকেন এর মূল্য চার হাজার টাকা যা আপনি কয়েনবেস থেকে সরাসরি বিকাশে নিতে পারবেন।

Add Comment