২০২৮ সাল নাগাদ ৬জি চালু

বিশ্ব সবে ৫জি নেটওয়ার্ক নিয়ে কাজ শুরু করেছে। কিছু দেশে এই নেটওয়ার্ক চালু হলেও এখন কাজ চলছে অনেক দেশে তা বিস্তৃত করার। ৫জি’র এই প্রাথমিক অবস্থার সময়েই ৬জি প্রযুক্তি নিয়ে পরীক্ষা শুরু করল চীন।

২০২৮ সাল নাগাদ ৬জি চালু

২০২৮ সাল নাগাদ বাণিজ্যিকভাবে ষষ্ঠ প্রজন্মের নেটওয়ার্ক (৬জি) চালু করার লক্ষ্য নির্ধারণ করেছে দক্ষিণ কোরিয়া। বার্সেলোনায় অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বক্তব্য প্রদানের সময় দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়কমন্ত্রী লিম হাইসুক এ কথা জানান।

তিনি বলেন, ষষ্ঠ প্রজন্মের ইন্টারনেট জগতে প্রবেশের অংশ হিসেবে আমরা ২০২৮-২০৩০ সালের মধ্যে বাণিজ্যিকভাবে ৬জি চালু করব। এটি বর্তমানের তুলনায় ৫০ গুণ অধিক গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগ।

বিশেষজ্ঞদের অনুমান, ৫জি প্রযুক্তির তুলনায় ৬জি ১০ গুণ বেশি গতিসম্পন্ন হবে।

Add Comment

Skip to toolbar