HDD/SSHD/SSD এর বৈশিষ্ট্য এবং কোনটি ভাল? কোনটি কোন ক্ষেত্রে কিনবেন?

কম্পিউটারের স্টোরেজ কেনার ক্ষেত্রে ব্যবহার এবং কাজ এর উপর ভিত্তি করে নির্বাচন করা উচিত কোনটা কেনা ভাল হবে । হার্ডডিস্ক, এসএসডি এবং এসএসএইচডি এর মধ্যে কিছু পার্থক্য এবং সুবিধা নিচে দেয়া হল ।

 

১। গতিঃ

 

হার্ডডিস্ক (HDD) এর ফাইল রিড-রাইট টাইম গড়ে ৫০ থেকে ১২০ মেগাবাইট পার সেকেন্ড।

এসএসএইচডি (SSHD) এর অ্যাভারেজ ফাইল রিড-রাইট টাইম ১৯০ মেগাবাইট পার সেকেন্ড।

এসএসডি (SSD) এর রিড-রাইট টাইম প্রতি সেকেন্ডে গড়ে ২০০ থেকে ৫৫০ মেগাবাইট পার সেকেন্ড।

 

২। শব্দ এবং কম্পনঃ

হার্ডডিস্কের / এসএসএইচডির (SSD / SSHD) প্লেটার ঘুরার কারণে কিছু শব্দ হয়।

এসএসডিতে (SSD) কোন গতিশীল যন্ত্র নেই বলে শব্দ হয় না।

 

৩। স্থায়িত্বঃ

 

হার্ডডিস্ক (HDD) এর স্থায়িত্ব এসএসডি এর থেকে কম।
এসএসএইচডি (SSHD) এর স্থায়িত্ব খুব ভালো কারন এসএসএইচডি তে এসএসডি এবং এসডিডি এর কম্বিনেশন থাকে ।
এসএসডি (SSD) এর স্থায়িত্ব সব থেকে বেশি বলে মনে করা হয় ।

৪। নির্ভরশীলতাঃ

হার্ডডিস্ক (HDD), এসএসডি (SSD) এবং এসএসএইচডি (SSHD) এর মধ্যে এসএসডি (SSD) কে সব থেকে নির্ভরশীল হিসেবে ধরা হয় । কারন হার্ডডিস্ক অথবা এসএসএইচডি তে স্টোরেজ বা ডেটা নষ্ট হওয়ার একটা সম্ভবনা থাকে। কিন্তু এসএসডিতে সংরক্ষিত ডেটা নষ্ট হওয়ার সম্ভবনা খুবই কম ।

 

৫। ধারণক্ষমতাঃ

হার্ডডিস্ক (HDD)  এর  ধারণক্ষমতা ১০ টেরাবাইট পর্যন্ত।
এসএসএইচডি (SSHD) এর ধারণক্ষমতা সর্বোচ্চ ৮ জিবি পর্যন্ত।
এসএসডি (SSD) এর ধারণক্ষমতা সর্বোচ্চ ৪ টেরাবাইট পর্যন্ত।
HDD/SSHD/SSD এর দাম জানতে ভিসিট করতে পারেন কম্পিউটার স্টোরেজ মূল্য ২০১৯

Add Comment

Skip to toolbar