QLED ডিসপ্লে কি? এটি LED ডিসপ্লে থেকে ভালো না খারাপ।

QLED ডিসপ্লে LED ডিসপ্লে থেকে ভালো না খারাপ তা এক কথায় বললে আপনি হয়তো নাও বুঝতে পারেন।  সেটা বুঝতে আপনার QLED ডিসপ্লে LED ডিসপ্লে সম্পর্কে একটু বিস্তারিত জানতে হবে। আজকের পর্বে আমি আপনাদের সাথে QLED ডিসপ্লে LED ডিসপ্লে নিয়ে আলোচনা করবো। আশা করি আপনি নিজেই বুঝতে পারবেন QLED ডিসপ্লে LED ডিসপ্লে সম্পর্কে।

LED টিভির Display:

টিভির Display যত বেশি Black হবে,picture quality তত ক্লিয়ার দেখা যাবে। LED তে backlight থাকার কারনে ছবি বা ভিডিওতে যত backlights আসুক না কেন সবগুলো backlight সঠিক সময়ে নিবে না। কিছু backlight  জ্বলে থাকে। ফলে TV এর Display Perfect Black এবং Perfect Color Deliver করতে পারে না।

কিন্তু OLED তে কোনো backlight  না থাকার কারনে শুধু Display এর যেই জায়গায় color বা light দরকার ওই জায়গায়ই light জ্বলবে। কারন OLED TV এর প্রতিটি pixel আলাদাভাবে জ্বলতে এবং নিভতে পারে। যার কারনে Display Perfect Black হয় এবং Perfect Color পাওয়া যায়। OLED TV এর মত অত্যাধুনিক technology বাজারে নিয়ে আসে LG. এই প্রযুক্তির ব্যবহারের কারণে LG টিভিগুলো বেশ বাজার মাতাচ্ছে।

QLED টিভির Display:

QLED এর ইংলিশ এর পূর্ণ রূপ হলো – Quantum-dot Light-Emitting Diode. এটি একটি নুতুন টেকনোলজি এর স্মার্ট টিভি প্যানেল। যা সর্ব প্রথম স্যামসুং তাদের আপডেট Smart TV গুলোতে ব্যবহার করেছে। এই টেকনোলজি তে Quantum Dots গুলো তাদের LED প্যানেলের উপর বাসানো হয়। যে কারণে TV performance এবং picture quality এরিয়াতে আরো উন্নত quality picture বা ভিডিও প্রদর্শন করতে সাহায্য করে থাকে।

আর সে জন্যেই মূলত স্যামসুং টিভি এর ব্রাইটনেস অন্য অন্য সাধারণ সকল টিভি থেকে একেবারে আলাদা হয়ে থাকে। স্যামসং এর কথা মতে আমরা জানতে পারি ২০১৭ সালের QLED TV তে 1500 থেকে 2000 nits এর brightness Achieve করতে সক্ষম হয়।

Nits হচ্ছে Brightness পরিমাপ করার একটি Nnit. নতুন UHD নিয়মাবলি অনুযায়ী প্রিমিয়াম HDR সার্টিফিকেট পেতে হলে একটি টিভিকে নিচের ব্রাইটনেস ব্যাঞ্চমার্ক থাকতে হয়

তবে Viewing Angles এর ক্ষেত্রে OLED টিভিগুলোতে ৮৪ ডিগ্রি Viewing Angles পর্যন্ত স্পষ্ট এবং clear pictures দেখার সুবিধা থাকলেও QLED টিভির স্ক্রিন থেকে ডানে কিংবা বামে সরে আসতে থাকলে টিভির pictures কোয়ালিটি ধীরে ধীরে কালার এবং contrast ঝাপসা হতে থাকে আর যার ফলে পুরো পিকচার কোয়ালিটিতে খারাপ effect পড়ে।

OLED এবং QLED টিভির পার্থক্যগুলো point-to-point আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারি যে, OLED হচ্ছে সর্বপরি বিজয়ী এবং এক্ষেত্রে OLED TVগুলো একই সাথে বেশি Chikan, বেশি হালকা এবং বেশি Electricity saving। আর এটি বাজারের সবচেয়ে Update technology এর টিভি।

তবে OLED TVগুলো QLED এর থেকে কম Durable হয়ে থাকে। অন্যদিকে QLED TVগুলো OLED TVগুলোর থেকে বেশি Brighter, বেশি Durable এবং latest model এ উচ্চ মানের Black Levels রয়েছে। যার কারণে দিনের বেলায় TV দেখার জন্য QLED TV বেষ্ট! OLED থেকে QLED টিভি এর দামে তুলনামূলক ভাবে বেশি! এবার আপনি OLED TV নাকি QLED TV কিনবেন, এটা আপনার সিদ্ধান্ত!

Add Comment

Skip to toolbar