Android TV box কী এবং এটি কীসের জন্য?

অ্যান্ড্রয়েড হলো বর্তমান সময়ে বিশ্বের সবথেকে জনপ্রিয় অপারেটিং সিস্টেম। এখন এটি কেবলমাত্র মোবাইল এর মধ্যেই সীমাবদ্ধ বিষয়টি কিন্তু তা নয়।

বর্তমানে আপনার Mobile phone, ঘড়ি, এমনকি টিভিতেও চলে এসেছে এই এই অপারেটিং সিস্টেমের ব্যবহার। এখন আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে অ্যান্ড্রয়েড টিভি আসলে কি?

এটি একটি কমন প্রশ্ন – যাই হোক এটি এমন একটি টিভি যা  অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহার করে তৈরী করা হয়েছে। এবং আপনি এই স্মার্ট টিভি ব্যবহার করে আপনি  অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মাধমে আপনার টিভিকেও করতে পারেন আপনার smartphone এর মতো। ব্যবহার করে আপনি চাইলেই মোবাইলের মতো যেকোনো অনলাইন সফটওয়্যার ইনস্টল করে ব্যবহার করতে পারেন খুব সহজে।

এই টিভিতে আপনি আরো বেটার এক্সপেরিয়েন্স পাবেন। কিন্তু সমস্যা হলো এই টিভি গুলো অনেকটাই সাধারণ টিভি থেকে অনেক বেশি দামি হয়ে থাকে।

তবে আপনার বাসায় যদি একটি সাধারণ টিভি থাকে তবে আপনি চাইলে খুব সহজেই আপনার বেসিক টিভি কে স্মার্ট টিভিতে রূপান্তরিত করতে পারেন এক নিমিষেই।

এর জন্যে আপনাকে জাস্ট একটা ডিভাইস ব্যবহার করতে হবে। আর এই ডিভাইসটাকেই মূলত বলা হয় ‘Android TV box’।

আজকে আপনি আপনাদের সাথে Android TV box নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

Android TV box কী?

Android TV box হচ্ছে এমন একটা ডিভাইস যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দ্বারা চালিত হয়ে থাকে। এবং যার মাধমে আপনার সাধারণ টিভি কেঅ্যান্ড্রয়েড টিভি তে রূপান্তরিত করতে পারেন।

Android TV box কে আপনি সহজ ভাষায় টিভি কন্ট্রোলার ও বলতে পারেন। আপনার টিভিতে আপনি কি দেখতে চান তা মূলত এই টিভি বাক্সই নির্ধারণ করবে। এই টিভি বক্সে আপনার টিভির রিমোট কন্ট্রোল ব্যবহার করে আপনি কমেন্ড দিতে পারেন। বর্তমানে আপডেট কিছু রিমোট কন্ট্রোলার আছে যা আপনি ভয়েস এর মাধমে কমান্ড দিতে পারবেন।

আরও পড়ুন : টিভি কেনার আগে টিভির গুণমান যাচাই করে নিন

যারা pc তে কাজ করেন তারা জানেন যে সমস্ত কিছু কন্ট্রোল হয় মূলত CPU থেকে। আপ আপনার যে মনিটর আছে সেখানে শুধু মাত্র তার ফলাফল প্রদর্শিত হয়।

Android TV box ও সেম কাজ করে। আপনার টিভি শুধু মনিটর হিসাবে কাজ করবে কিন্তু সিস্টেম পরিচালিত হবে মূলত Android TV box এর মাধমে।

Android TV box কেন কিনবেন?

সঠিক প্রশ্ন করেছেন। আপনার Android TV box কেনার প্রয়োজনীয়তা কেন হবে? আপনি যদি বেসিক কোনো টিভি ব্যবহার করেন তাহল্পলেন তাহলেAndroid TV box আপনার জন্যে গুরুত্বপূর্ণ সলিউসন হবে। বিশেষ করে সাধারণ টিভিকে যদি আপনি স্মার্ট টিভিতে পরিবর্তন করতে চান সে ক্ষেত্রে।

একটি অ্যান্ড্রয়েড টিভি কিনতে গেলে আপনার প্রায় ২০ হাজারের উপরে বাজেট নিয়ে তারপরে টিভি কিনতে হবে। কিন্তু আপনার বেসিক টিভি থাকলে আপনি মাত্র ৩৫০০ বা ৪৫০০ টাকার মধ্যেই আপনি আপনার বেসিক টিভি কে স্মার্ট টিভিতে রূপান্তর করতে পারবেন এক মুহূর্তের মধ্যেই।

সুতরাং নিশ্চয় এখন আপনি এই টিভি এর প্রয়োনীয়তা অনুধাবন করতে পারছেন।

আপনি যদি টিভি বাক্স কিনতে চান তাহলে বাজারে অনেক Android TV box পাবেন সেখানে আপনি আপনার পছন্দ মতো Android TV box কিনতে পারবেন তবে আপনাকে আমি পরামর্শ দিবো আপনি MI TV Box কিনতে পারেন নিশ্চিন্তে। আমি নিজেও ponnobd থেকে এই বক্স কিনেছি এবং এখনো ব্যবহার করছি। পারফরমেন্স অনেক ভালো।

যাই হোক সবাই ভালো থাকবেন। পোস্ট ভালো লাগলে শেয়ার করবেন। পরবর্তীতে দেখা হবে নুতুন কোনো বিষয়ে। আল্লাহ হাফিজ

Add Comment

Skip to toolbar