গুগলে যেভাবে ‍আপনার গ্রাম হালনাগাদ করবেন

গুগলে কি কখনো আপনার গ্রামের নাম দিয়ে সার্চ করে দেখেছেন? আপনার গ্রামের তথ্য কি কোন অনলাইন প্লাটফর্মে রয়েছে? তথ্য প্রযুক্তির এই যুগে নিজের গ্রামের একটি অনলাইন পরিচিতি থাকতেই পারে! কেমন হতো যদি আপনার গ্রামের কোন তথ্য গুগলে সার্চের মাধ্যমে খুব সহজে খোঁজে পাওয়া যেতো? বিষয় টা কি কঠিন মনে হচ্ছে? একদম কঠিন নয়! আপনি চাইলে ই আপনার গ্রামটি অনলাইনে যুক্ত করতে পারেন এবং খুব সহজে খোঁজে পেতে পারেন গুগল সহ সকল সার্চ ইঞ্জিনে। আপনার গ্রাম সম্পর্কে কোনো তথ্য না থাকলে আপনি নিজেই হালনাগাদ করতে পারেন! চলুন দেখি কিভাবে আপনার গ্রাম গুগল সহ সকল সার্চ ইঞ্জিনে যুক্ত করবেন!
প্রথম গুগলে গিয়ে সার্চ করুন “৬৮ হাজার অনলাইন গ্রাম ” তারপর প্রথম পেইজের লিংকে ক্লিক করুন। লিংকে যাওয়ার পর বাংলাদেশের একটি মানচিত্র দেখতে পাবেন। মানচিত্রে আপনার জেলার নামে ক্লিক করলে আপনার জেলার অন্তর্ভুক্ত উপজেলা পর্যায়ক্রমে ইউনিয়ন গ্রাম চলে আসবে! আপনার ইউনিয়ন ক্যাটাগরিতে যদি আপনার গ্রাম না থাকে তাহলে খুব সহজে আপনার গ্রাম হালনাগাদ করতে পারবেন।
দ্বিতৃয় গুগলে “গ্রাম হালনাগাদ” লিখে সার্চ দিলে প্রথম যে পেইজটি আসবে সেখানে ক্লিক করলে একটা সাবমিশন পেইজ আসবে সেখানে প্রয়োজনীয় কিছু নির্দেশনা থাকবে। তারপর আপনার নাম এবং ইমেইল লিখে এবং আপনার গ্রামের ও ইউনিয়নের নাম লিখে গ্রাম সম্পর্কে বিস্তারিত লিখে হালনাগাদ করতে পারেন। ২/৩ দিন পরে আপনার লিখা উপযুক্ত মনে হলে কর্তৃপক্ষ লিখাটি অনুমোদন নিবে ৷ ৭/৮ দিনের ভিতর গুগল সহ সকল সার্চ ইঞ্জিনে আপনার গ্রামটি আপনার নাম সহ প্রকাশিত হবে।
বাংলাদেশে অনেক বিষয়ে গুগলে তথ্য থাকলেও বাংলাদেশের গ্রাম সম্পর্কে কোন তথ্য নেই! তথ্য প্রযুক্তির এই যুগে বিষয় টি একদম মেনে নেওয়া যায় না! বাংলাদেশের প্রতিটি গ্রামের একটি নিজেস্ব সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং উল্লেখযোগ্য ব্যাক্তিবর্গ রয়েছে! যা দিন দিন কালের বিবর্তনে হাড়িয়ে ফেলছি! এগুলো আমাদের এখনই সংরক্ষণ করা প্রয়োজন! তা না হলে পরবর্তী প্রজন্ম তার অস্তিত্ব ও উৎপত্তি সম্পর্কে এক বড় বিভ্রান্তি নিয়ে বেড়ে উঠবে! যারা গ্রামকে ভালবাসেন লিখালিখি করতে পছন্দ করেন তারা খুব সহজে আপনার গ্রামকে অনলাইন প্লাটফর্মে যুক্ত করতে পারেন!

Add Comment

Skip to toolbar