কিভাবে উইন্ডোজ ISO ফাইল ডাউনলোড করবেন এবং USB Flash drive এ বুট করবেন এবং সেট আপ করবেন

আসসালামু আলাইকুম।

আশা করি সবাই ভাল আছেন।

আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনারা উইন্ডোজ ISO ফাইল ডাউনলোড করবেন এবং USB Flash drive এ বুট করবেন এবং সেট আপ করবেন ।

এর মাধ্যমে আপনারা সহজেই আপনাদের PEN Drive( USB flash drive) কে উইন্ডোজ ডিস্ক বানাতে পারবেন খুব সহজেই। সবচেয়ে বড় কথা আপনাদের কোন উইন্ডোজ এর ডিস্ক কেনার প্রয়োজন হবে না।

অনেকেই জানেন কিভাবে এই কাজ টি করতে হয়। তবুও যারা জানেন না তাদের জন্য আজকের এই টিউটরিয়াল।

যেভাবে উইন্ডোজ 10 ISO ফাইল ডাউনলোড করবেনঃ

আপনাদের উইন্ডোজ এর ডিস্ক আর কিনতে হবে না। সে জন্য প্রথমে নিচের লিঙ্ক থেকে উইন্ডোজ ISO ফাইল টি ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিঙ্ক

যেভাবে USB flash drive(PEN Drive) কে উইন্ডোজ ডিস্ক বানাবেনঃ

স্টেপ ১ঃ

প্রথমেই আপনাদের কে একটি সফটওয়ার ডাউনলোড করতে হবে। সেটি হচ্ছে rufus. যার মাধ্যমে পেন ড্রাইভ বুট করবেন। সুতরাং নিচের লিঙ্ক থেকে সেটি ডাউনলোড করে নিন।

ডাউনলোড লিঙ্ক

স্টেপ ২ঃ

এরপর সেই সফটওয়ার টি ওপেন করুন এবং উইন্ডোজ ISO ফাইল টি সেখানে লোড করান। তারপর আপনাদের ড্রাইভ যদি GPT mood হয় তাহলে partition scheme থেকে সেটি চেঞ্জ করে দিন এবং স্টার্ট এ ক্লিক করুন।

এরপর শেষ হয়ে গেলে ক্লোজ করে দিন।

এখন আপনার পেন ড্রাইভ উইন্ডোজ ডিস্ক এ পরিনত হয়ে গেল।

এখন আপনারা খুব সহজেই আপনাদের কম্পিউটার এ উইন্ডোজ সেট আপ দিতে পারবেন।

আশা করি সব কিছুই বুঝতে পেরেছেন।

কোন কিছু বুঝতে সমস্যা হলে নিচের ইউটিউব ভিডিও দেখতে পারেন।

https://youtu.be/rVNQaMmp9cE

 

Add Comment

Skip to toolbar