ডাউনলোড করে নিন AppCloner Premium অ্যাপের লেটেষ্ট পেইড ভার্সন সম্পূর্ন ফ্রিতে

ডাউনলোড করে নিন AppCloner Premium অ্যাপের লেটেষ্ট পেইড ভার্সন সম্পূর্ন ফ্রিতে

আজ যে এপস নিয়ে কথা বলতে যাচ্ছি তা নিয়ে আমার তেমন কোন অভিজ্ঞতা নেই, কারন এর আগে ব্যবহার করা হয়নি।  কিন্তু অনেকের রিকুস্টনিয়ে পোস্ট করা, যেই কারনে সামান্য পড়ালেখা করতে হচ্ছে, কারন কিছুতো লিখতে হবে, আর সবার প্রিমিয়াম ভার্সন এর আবেদন ছিল তাই প্রিমিয়াম ভার্সন শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে।

যতটুকু পড়ালেখা আর ব্যবহার করে বুঝতে পেরেছি তাহলো এই এপস আপনাকে আপনার ফোনের যেকোন এন্ড্রয়েড এপস এর ক্লোন করত পারে, এই আর এই ক্লোন এপস ও সেই অরিজিনাল এপস এর মত কাজ করে ব্যবপারটা ইন্টারেস্টিং কিন্তু আমার তেমন কাজে লাগে না তাই ব্যবহার করা হয়নি, যেই কারনে আনাড়ি রিভিও বলতে পারেন, তবে এখানে আগের পড়া লেখার পাওয়ার (ইংরেজি থেকে বাংলা, নোট গুগল ট্রান্সল্যাটোর)  ব্যবহার করে আপনাদের ভালো একটি রিভিও দিতে পারব আশা করছি।

এই অ্যাপটির ফ্রি এবং পেইড দুটো ভার্সনই আছে। ফ্রি ভার্সনে সকল সুবিধা আপনারা পাবেন না এবং প্রচুর অ্যাড শো করবে । কিন্তু আপনাদের চিন্তার কোনো কারন নেই, কেননা আমি এই অ্যাপটির পেইড ভার্সনের ডাউনলোড লিংকটি পোষ্টের নিচে দিয়ে দিয়েছি । সেখান থেকে খুব সহযেই গুগল ড্রাইব হতে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন ।

এই গুগল এর রিপোর্ট অনুযায়ি এপর্যন্ত ১ লাখ বার ডাউনলোড হয়েছে এপসটির এবং যার ভিতরে ১২০টাকা থেকে ৮৫০০টাকা পর্যন্ত ইন এপস পারচেস আসে, কিন্তু আমি সেই গুলো ফ্রিতে দিয়ে দিব সো নো টেনশন।

আগেই বলেছি যে এই এপস এর কাজ হলো আপনার ফোনের বাকি এপস গুলোকে ক্লোন করতে পারা, আর সেই ক্লোন এপস অরিজিনাল এপস এর মত কাজ করবে। মানে আপনি যদি ফেসবুক এপস ক্লোন করেন তাহলে এক সাথে দুইটা আইডি ব্যবহার করতে পারবেন, কুল হাহ?

সো চলুন এক নজরে দেখে নেই আর কি কি ফিচারস আছে এই অ্যাপটিতে।


প্রধান ফিচারসঃ

  • যেকোন এপসকে ক্লোন করা
  • ক্লোন করা এপস এর আইকোন চ্যাঞ্জ করতে পারবেন
  • ক্লোন করা এপস এর পাসওয়ার্ড প্রোটেকশন করতে পারবেন
  • Clone premium apps (Messenger, VK, Viber)
  • Create multiple app clones & use batch cloning
  • Save or share cloned apps
  • Replace launcher icons

মোড ফিচারসঃ

  • সকল Ads রিমুভ
  • সকল প্রকার প্রিমিয়াম ফিচারস আনলোক
  • ৬৪বিট এন্ড্রয়েড সাপোর্টেড
  • ইন এপ পারচেস আনলোক

তো এই ছিল যত প্রকার বিশেষ গুন এই এপসটির, যাই হোক আমি নিজেও অ্যাপটি ব্যবহার করি তাই বলতে পারি আপনি এই অ্যাপটি ব্যবহার করলে আপনার অনেক উপকার হবে । আর আমি তো প্রিমিয়াম ভার্সন দিয়ে দিচ্ছি সো নো টেনশন।


ডাউনলোড করুন

ডাউনলোড: 

AppCloner Premium


কিভাবে ইনস্টল ও একটিভ করবেনঃ

  1. উপরে ডাউনলোড লিঙ্ক থেকে এপসটি ডাউনলোড করুন।
  2. ডাউনলোড হয়ে গেলে, সরাসরি ব্রাউজার থেকে বা যেখানে সেভ করেছেন সেখান থেকে এপস ক্লিক করুন
  3. আপনি যদি এর আগে প্লে স্টোর ছাড়া আর অন্য কোথাও থেকে এপস ইনস্টল না করে থেকেন এইটা ফলো করুন (settings > security > allow unknown sources.)
  4. ব্যাস, এইতো ছিলো অ্যাপটি ইনস্টল করার পদ্ধতি


তো এই ছিলো আজকের পোষ্টের সকল নিয়ম কানুন। আশা করি আপনারা বুঝতে পারছেন সবকিছু। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন।

Add Comment