কম্পিউটারের কিবোর্ড ব্যবহার করে মোবাইলে যে বাংলা লেখা যায় এটা অনেকেই জানেনা।
অনেকে আগামীতে হয়তো কম্পিউটার কিনবেন। কিন্তু এখন আপনার টাইপিং স্পিড বাড়িয়ে নিতে পারেন। বা এমন বহু মানুষ আছে যাদের বাংলায় অনেক লেখালেখি করতে হয়। এবং এই লেখা লেখি মোবাইলেই করে। তো তারা কম্পিউটারের কিবোর্ড ব্যবহার করে অনেক দ্রুত লেখালেখি করতে পারবেন মোবাইলে।
উপকরণ সমূহ:
1- এন্ড্রয়েড মোবাইল (otg support must).
2- otg কেবল।
3- যেকোনো একটি কিবোর্ড (pc).
4- ridmik keyboard software.
* প্রথমে আপনার মোবাইলে বাংলা লেখার জন্য ridmik কিবোর্ড সিলেক্ট করুন।
* ওটিজি ক্যাবল এবং pc কিবোর্ড মোবাইলের সাথে সংযোগ দিন। কিভাবে সংযোগ দেবেন না জানলে ইউটিউবে বা গুগোল এ অনেক তথ্য পাবেন।
* settings এ গিয়ে language & input এ যাবেন।
*নিচের দিকে দেখবেন physical keyboard আছে ওটা সিলেক্ট করবেন।
* এখানে ridmik keyboard সিলেক্ট করে অনেক ভাষা থেকে English (us) বা English (uk) সিলেক্ট করুন।
* বাংলা ইংরেজি পরিবর্তন করার জন্য কম্পিউটারের কিবোর্ড থেকে F12 প্রেস করতে হবে।
* অথবা otg ক্যাবল খুলে ফেলুন। বাংলায় কোথাও কিছু লিখুন।
* otg ক্যাবল কম্পিউটারের কিবোর্ড আবার লাগিয়ে নিন। এবং বাংলায় লেখা উপভোগ করুন।
* যদি F12 প্রেস করে ইংরেজি বাংলা পরিবর্তন না হয়। তাহলে মোবাইলে ভার্চুয়াল কীবোর্ড টাও অন করে নিতে পারেন।
এর জন্য আপনাকে physical keyboard সিলেট করার পর নিচের দিকে দুটো অপশন থাকবে তার ভিতরে একটি show virtual keyboard । এটা অন করে দিতে হবে।
যখন আপনি বাংলা ইংরেজি পরিবর্তন করতে চাইবেন। তখন লেখায় টাচ করলে আপনার মোবাইলের কিবোর্ড টাও দেখাবে। সেখান থেকে বাংলা ইংরেজি পরিবর্তন করে নেবেন।
* বুঝতে অসুবিধা হলে নিচের ভিডিওটা দেখবেন *
* আল্লাহ সকলকে ভালো রাখুন *
* সকলকে ধন্যবাদ *