এবার ইউটিউব ভিডিও চালান ব্যাকগ্রাউন্ডে কোন প্রকার অ্যাপস ছাড়াই

সবাই জানেন যে ইউটিউব অ্যাপ্স থেকে ভিডিও চালাইতে গেলে শুধু ইউটিউব অ্যাপ্সের ভিতরে থেকেই গান চালানো যায়, অন্য কোন অ্যাপ্সে সুইচ করলেই আর গান শোনা যায় না, হ্যাঁ এইটাই আসলে হয়, কারণ ইউটিউবের অ্যাপ্সে ব্যাকগ্রাউন্ড প্লে করার অপশন নেই,

কিন্তু সেই জন্য কি আমরা আর ইউটিউব এর গান গুলা অন্য কোন অ্যাপ্স চালাইতে চালাইতে শুনতে পারবো না? এইডা কোন কথা?

না ভাই এইডা আসলেই কোন কথা না, আসুন সবাইকে শিখিয়ে দেই কিভাবে আপনি এইবার ইউটিউব থেকে আপনার গান আপনি ম্যাসেঞ্জার চালাইতে চালাইতেও শুনতে পারবেন, গেইম খেলতে খেলতেও শুনতে পারবেন, ইউটিউব অ্যাপ্স থেকে গান শুনতে শুনতেও ব্যাকগ্রাউন্ড থেকেও আবার ইউটিউবের গান শুনতে পারবেন 😛

তাহলে প্রশ্ন করবেন ভাই এতো চিল্লাইতেছেন ক্যান তারাতারি শেখান, আরে ভাই শিখামু দেইখাই তো আসছি,

তো চলেন শুরু করা যাক, প্রথমেই আপনার অ্যান্ড্রইড ফোনে যে কোন একটা ব্রাউজার থাকতে হবে, google chrome/Firefox browser যে কোন একটা ব্রাউজার,

এরপর আপনাকে ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে গিয়ে youtube.com

লিখে ইউটিউবে ঢুকতে হবে, এখন ইউটিউবের সার্চ বার থেকে আপনার যে গান শুনতে মন চাচ্ছে সেইটা সার্চ করে নিয়ে আসুন, আরামসে প্লে করুন, এবার ব্রাউজারের অপশন বাটনে ক্লিক ক্রুন [৩ ভারটিকেল ডট] স্ক্রিনশট দেখুন

 

এবার সব অপশন দেখতে পাবেন, অপশন গুলা থেকে Desktop Site এ টিক করে দিন, স্ক্রিনশট দেখুন

 

তাহলে দেখতে পারবেন ডেস্কটপ মুডে ইউটিউব প্লে হচ্ছে, এখন ব্রাউজার ক্লজ করে দিন,

নটিফিকেশন বার স্লাইড করে এবার দেখুন নটিফিকেশন বারে ইউটিউবে যে গান প্লে করেছিলেন তার নাম দেখাচ্ছে, এবং প্লে পজ, নেক্সট, প্রিভিয়াস বাটন দেখাচ্ছে একদম মিউজিক প্লেয়ারের মত, এখন সেখান থেকে প্লে করে ফেলুন, স্ক্রিনশট দেখুন,

 

ব্যাস আপনার কাজ শেষ এখন আরামসে অন্য যে কোন অ্যাপ চালাইতে চালাইতে ইউটিউব থেকে গান শুনতে পারবেন, ম্যাসেঞ্জার চালান কিংবা ইউটিউব অ্যাপ চালান, এই গান চলতেই থাকবে আপনার ইচ্ছা মত 😛

 

আশা করি আপনাদের এই টিউন ভাল লেগেছে, কারোর কোন প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে কিংবা টেকটিউন্স ডেস্কে প্রশ্ন করে জানাতে পারেন,

এবং সবসময় টেক্টিউন্সের সাথেই থাকবেন 🙂

2 Comments

  1. G Adrian January 29, 2022

Add Comment