মোবাইল ফটোগ্রাফির নতুন দিগন্ত উম্মোচনে জার্মান ক্যামেরা প্রস্তুতকারক লাইকার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে শাওমি। আসছে জুলাইয়ে দুই কোম্পানির যৌথভাবে উদ্ভাবিত প্রথম স্মার্টফোন বাজারে আসবে।
সেলফোন ক্যামেরার লেন্স অপটিকস, চিপস ও অ্যালগরিদমের ক্ষেত্রে আগে থেকেই দীর্ঘমেয়াদি কিছু পরিকল্পনা নিয়ে কাজ করছে শাওমি। বিশেষত পোর্ট্রেট, নাইট সিন ও স্ন্যাপশট ধারণে শাওমির ক্যামেরার বিশেষত্ব এরইমধ্যে নজর কেড়েছে। এর সঙ্গে লাইকার দুর্দান্ত অপটিক্যাল কোয়ালিটি, উদ্ভাবনী প্রযুক্তি আর জার্মান কারিগরি মুন্সিয়ানার মেলবন্ধন ইউজারদের অনন্য অভিজ্ঞতা দেবে বলে আশা করা যায়।
শত বছরের বেশি সময় ধরে লাইটওয়েইট ক্যামেরা তৈরি করছে লাইকা। কম ওজন ও বিশ্বমানের অপটিক্যাল লেন্সের সুবাদে স্ট্রিট ফটোগ্রাফারদের কাছে ঈর্ষনীয় জনপ্রিয়তা পেয়েছে লাইকার ক্যামেরা। রেড ডট ব্র্যাণ্ডের লাইকা ক্যামেরাকে জার্মান ইঞ্জিনিয়ারিংয়ের উৎকর্ষ মনে করেন অনেকে।
অন্যদিকে ২০১০ সালে পথচলা শুরুর পর এরইমধ্যে বিশ্বের তৃতীয়-বৃহত্তম স্মার্টফোন প্রস্তুতকারক হিসেবে আবির্ভূত হয়েছে শাওমি। বিশ্বের একশোটির বেশি দেশে বিক্রি হচ্ছে শাওমির স্মার্টফোন ও অন্যান্য পণ্য। গবেষণা ও উন্নয়নে উল্লেখযোগ্য জনবল ও পুঁজি বিনিয়োগের ফলশ্রুতিতে শাওমি কনজ্যুমার ইলেকট্রনিক্স ও স্মার্ট ম্যানুফাকচারিংয়ে অন্যতম উদ্ভাবনী শক্তি হিসেবে নিজের পরিচিতি গড়ে নিয়েছে।
শতবর্ষী লাইকা ক্যামেরার সঙ্গে এক যুগ বয়সী শাওমির কৌশলগত অংশীদারিত্বকে অভিজ্ঞতা ও ক্ষিপ্রতার যুগলবন্দি বলা যায়। দুই প্রতিষ্ঠানের যৌথ প্রযোজনার প্রথম অভিজ্ঞতা পেতে অপেক্ষা করতে হবে জুলাই পর্যন্ত।