আইফোনকে টেক্কা দেবে শাওমি ১২ প্রো!

শাওমি ১২ প্রো

সম্প্রতি দেশের বাজারে অনেকটা নীরবে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করেছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। ফোনটির মডেল শাওমি ১২ প্রো। প্রতিষ্ঠানটি বরাবরই বাজারে মিড রেঞ্জের বাজেটের ফোন নিয়ে আসে। তবে এবার তেমন কিছু হয়নি, উন্নত প্রযুক্তির দামি ফোন নিয়ে এসেছে। লাখ টাকার বেশি মূল্যের ফোনটি সবদিক দিয়ে আইফোনকে টেক্কা দেবে, এমনটাই বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

ডিসপ্লে

ফোনটিতে রয়েছে অ্যাডাপ্টিভসিনপ্রোসহ ৬.৭৩ ইঞ্চির ডাব্লিউকিউএইচডিপ্লাস অ্যামোলেড ট্রুকালার ডট ডিসপ্লে। এর ফলে স্বচ্ছতা, মসৃণ এবং উজ্জ্বলতার বিষয়টি নিশ্চিত হবে। স্ক্রলিং এবং সুইপিংয়ে সুবিধার জন্য ডিসপ্লেতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজুলেশন ৩২০০ বাই ১৪৪০ পিক্সেল।

শাওমি ১২ প্রো

প্রসেসর

দুর্দান্ত ফ্ল্যাগশিপ ডিভাইসটি সবশেষ উদ্ভাবনী প্রযুক্তির সমন্বয়ে ডিজাইন করা হয়েছে। আছে শক্তিশালী এবং অত্যাধুনিক কুলিং ম্যাকানিজমের স্ন্যাপড্রাগন অষ্টম প্রজন্মের ১ প্রসেসর। এতে রয়েছে ৪ ন্যানোমিটার প্রসেস প্রযুক্তি। শক্তিশালী প্রসেসরটি জিপিইউ গ্রাফিক রেন্ডারিং সক্ষমতা দেবে। সেই সঙ্গে আগের প্রজন্মের যে কোনো ডিভাইসের চেয়ে অধিক পারফরম্যান্স নিশ্চিত করবে। সপ্তম প্রজন্মের কোয়ালকম এআই ইঞ্জিন, এআই ফিউশন বুদ্ধিবৃত্তিক ইমেজ সিগনাল প্রসেসিংও আছে এতে।

ক্যামেরা

ফোনটিতে রাখা হয়েছে আল্ট্রা-ওয়াইডের ৫০ মেগাপিক্সেলের মাস্টার ট্রিপল ক্যামেরা। রয়েছে সনির অত্যাধুনিক আইএমএক্স৭০৭ আল্ট্রা-লার্জ প্রাইমারি সেন্সর। এই সেন্সরটির অ্যাডভান্সড ইমেজিং সক্ষমতা দেবে ফোকাসে দ্রুত গতি, সঠিক কালারের নিশ্চয়তা এবং সেই সঙ্গে সিনেম্যাটিক ক্যাপচার। প্রোফোকাস এআই ট্র্যাকিং প্রযুক্তির ফোনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ইন-ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা।

হাইপারচার্জ প্রযুক্তি

ফোনটিতে শাওমি ব্যবহারে করেছে ১২০ ওয়াটের হাইপারচার্জ প্রযুক্তি। ফলে ফোনটিতে থাকা ৪৬০০ এমএএইচের ব্যাটারি বুস্ট মোডে মাত্র ১৮ মিনিটে সম্পূর্ণ চার্জ হবে।

দাম কত?

৮ জিবি র‌্যাম ও ২৬৫ জিবি রমের ভ্যারিয়েন্টের দাম পরবে ৯৯ হাজার ৯৯৯ টাকা এবং ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি রমের দাম ১ লাখ ৯ হাজার ৯৯৯ টাকা।

Add Comment