এক অ্যাপ দিয়েই সম্ভব হতে পারে নিরাপদ নৌ চলাচল। পদ্মাসেতুর পিলারে ধাক্কার ঘটনায় একটি অ্যাপে নতুন ডিজাইন যুক্ত করছে দেশীয় প্রতিষ্ঠান জাহাজী। আগামী সপ্তাহে এই অ্যাপ বাজারে আসবে জানিয়ে উদ্যোক্তারা বলছেন, এর মাধ্যমে নৌযানের মালিক-চালক এমনকি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষও আগাম সতর্কবার্তা পাবে। আর সেজন্য প্রতিটি নৌযানকে মাসে গুনতে হবে মাত্র এক হাজার টাকা।
আনুষ্ঠানিকভাবে চালুর অপেক্ষায় বাংলাদেশের মর্যাদার প্রতীক স্বপ্নের পদ্মাসেতু। এরই মধ্যে সেতুর পিলারে বারবার ধাক্কা খাচ্ছে নৌযান। একবার দুবার নয়, দুই মাসে এমন পাঁচটি দুর্ঘটনা ভাবিয়ে তুলেছে সরকারকে।
এই সংকটের সমাধানে অনেকদূর এগিয়েছে দেশীয় প্রতিষ্ঠান জাহাজী। তারা জানায়, পদ্মাসেতুর পিলার লাল রং দিয়ে চিহ্নত করা হবে। এর আশপাশে কোনো যান আসলে তার গতি কমানোর সিগন্যাল দেবে অ্যাপটি। কোনো কারণে চালক তা না করলে সেই জাহাজের মালিক এমনকি নৌ পরিবহণ কতৃপক্ষের কাছেও সেই তথ্য পৌঁছাবে, এমনটাই জানালেন জাহাজীর কোফাউন্ডার অভিনন্দন জোতদার।
কেবল পদ্মা সেতুর পিলার নয়, পুরো নৌপথে ডুবোচর বা যে কোনো বিপদসংকুল জায়গা থাকলেও তা জানাতে পারবে এই অ্যাপ। এরই মধ্যে কয়েকটি জাহাজে উদ্যোক্তারা পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছেন জাহাজী লিমিটেডের কোফাউন্ডার ও সিইও কাজল আবদুল্লাহ।
পাশাপাশি, শুরু থেকে শেষ পর্যন্ত নৌযানের গতিপথ ও গতিসীমার রেকর্ডও সংরক্ষণ করবে অ্যাপটি।
No Responses