৬৪ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরার ফোন আনছে স্যামসাং

বছরের শুরুতেই ৬৪ মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরার ফোন আনছে স্যামসাং। মডেল গ্যালাক্সি এ৭। ফোনটি ৪জি ও ৫জি ভার্সনে পাওয়া যাবে।

স্যামসাংয়ের নতুন এই মডেলেও পাঞ্চ-হোল ক্যামেরা থাকবে। ফোনের পিছনে থাকবে গ্লাস এবং একটি অ্যালুমিনিয়মন ফ্রেম। এছাড়াও ফোনটিতে থাকবে ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং নিচে থাকছে স্পিকার গ্রিলে। ফোনের ডিসপ্লে হতে চলেছে ৫.৭ ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে।

ফোনটির মূল ক্যামেরা ৬৪ মেগাপিক্সেলের। এছাড়াও এতে একটি ১২ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি ৫মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং আর একটি ৫মেগাপিক্সেলের ডেপথ সেন্সর থাকছে।

Add Comment

Skip to toolbar