আপনার পিসি থেকেই এবার Android চালান খুব সহজেই


Warning: Attempt to read property "roles" on bool in /home/bestpeza/techtunes.tech/wp-content/plugins/wp-user-frontend/wpuf-functions.php on line 4561

সালাম ও শুভেচ্ছা দিয়ে টিউন শুরু করছি ।

কেমন আছেন আপনারা ?? আশাকরি ভালই আছেন ।

আজ শুধু Android ইউজারদের দিন !!! ( অন্যরা মনখারাপ করবেন না, আপনাদের জন্য আরও ভাল কিছু অপেক্ষা করছে ? )

পিসি থেকে যেভাবে Android চালাবেন

আপনার পিসি থেকেই এখন Android চালাতে পারবেন । কোন তার প্রয়োজন নাই ( wireless!!)

হ্যাঁ, কাজটি কঠিন মনে হলেও, এটা একেবারেই সহজ ।

তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি…

প্রথমে,

Airdroid নামের App টি আপনার Android মোবাইলে Install করে নিন ।

এবার, একটা Account খুলে ফেলুন । Password সতর্কতার সাথে মনে রাখুন (পারলে গোপন স্থানে সেভ রাখুন ) ।

এরপর,

আপনার পিসিতে Google Chrome ব্রাউজার ওপেন করুন এবং Airdroid Extension ইন্সটল করুন ।

আপনার কাজ প্রায় শেষ ।

এবার QR Code টা Phone-এর ক্যামেরা দিয়ে স্ক্যান করুন ।

এবার Google Chrome দিয়ে ইচ্ছামত পিসি থেকে android চালান…

computer control from android phone

computer control from android phone

এর দ্বারা Apps ডাউনলোডও করতে পারবেন…

One Response

  1. CHL Gadget December 13, 2021