আসসালামু আলাইকুম
কিভাবে Flashable ZIP ফাইল তৈরি করা যায়
সবাই কেমন আছেন ? আশা করি ভাল। আগে একটা টিউন করেছিলাম আমার Crack করা একটি সফটওয়্যার নিয়ে Here is it। তো আজকে শুরু করা যাক। আজকের টিউনটা Android এর উপর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে Flashable ZIP তৈরি করবেন। তো সাব অ্যাক্টিভিটি শুরু করা যাক।
প্রথমে বলি Flashable ZIP কী ? Flashable ZIP হলো android এ recovery mode এ ইনস্টল করা App, Data, System ইত্যাদির Archive file. যেকোনো App, App Data কিংবা System এর অংশকে Flashable ZIP তৈরি করা যায়। একটা উদাহরন দেই ভালোভাবে বোঝার জন্য। আমরা ফোন রুট করার সময় Custom Recovery setup এর পর recovery mode এ গিয়ে যে “UPDATE-SuperSU-v1.XX” ইন্সটল করি সেটাই Flashable ZIP.
Flashable ZIP ফাইল install করার জন্য TWRP(Team Win Recovery Project), CWM(ClockWiseMod) অথবা অন্য কোনো Custom Recovery সেটআপ করতে হয়।
Flashable ZIP এর সুবিধা
Flashable ZIP এর অনেক সুবিধা আছে। যেমন : App কে System App হিসাবে ইন্সটল করা যায়। App এর Data সহ ইন্সটল করা যায়। System এর app কে অন্য ফোনে ইন্সটল করা যায়। System এর বিভিন্ন অংশকে Modify করা যায়। এছারা আরো অনেক কিছু করা যায়।
অনেক বকবক করে ফেললাম। এখন মেইন অ্যাকটিভিটিতে আসা যাক। টিউনের হেডিং এই বলেছ Flashable ZIP তৈরি করার জন্য আপনার ফোন অবশ্যই রুট (ROOT) হতে হবে। তারপর আমরা যেই App(android) টি ব্যবহার করব তার নাম ZIPme. তো ডাউনলোড করুন
তারপর ইনস্টল করুন (Play Store থেকে ইনস্টল করলে আর করতে হবে না। O:-))। তারপর open করুন।
১ম এ উপরের ডানদিকে add বাটনে ক্লিক করে App, Data, System এর মধ্যে আপনারটা সিলেক্ট করুন। তারপর App হলে সিলেক্ট করে Done এ, Data or System হলে সিলেক্ট করে ok তে ক্লিক করুন। তারপর Create এ ক্লিক করে Directory & Name সেট করে Done এ ক্লিক করুন। একটু অপেক্ষা করুন। ব্যাস কাজ শেষ। আপনার Flashable ZIP তৈরি।
বুঝতে সমস্যা হলে Image Tutorial দেখুন। আমি উদাহরন হিসেবে Samsung এর Memo.apk নিব। (Memo এর Flashable ZIP ডাউলোড করুন।)
যেভাবে Flashable ZIP ইনস্টল করবেন –
Recovery mode>install zip>yes>reboot
তো সবাই ভালো থাকেন। আমার জন্য দোয়া করবেন। আর হ্যা, কোনো সমস্যা হলে টিউমেন্ট করবেন। খোদা হাফেজ। অপেক্ষায় থাকুন পরবর্তীর জন্য।