PC এর জন্য বাংলা ডিকশনারি সফটওয়্যার Win XP, 7, 8, 10

১ ইংরেজি থেকে বাংলা শব্দার্থ (নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সহ)

২)বাংলা থেকে ইংরেজি শব্দার্থ (নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সহ)

৩)বাংলা থেকে বাংলা (ব্যবহার উদাহারনসহ)

৪)বাংলা থেকে ইংরেজি (উদাহারনসহ ব্যবহার)

৫)ইংরেজি থেকে ইংরেজিএবং প্রতিনিয়তই সফটওয়্যারটি হালনাগাদ করা হচ্ছে এবং নতুন নতুন ডাটাবেজ যুক্ত করা হচ্ছে।

৬)  অনলাইনে নিউজ কিংবা ওয়ার্ড ফাইল কিংবা পিডিএফ পড়ার সময় কোন শব্দের অর্থ জানার প্রয়োজন হলে ডিকশনারি খুলে সার্চ করার কোন প্রয়োজন নেই।

সেই শব্দ সিলেক্ট করে কীবোর্ড এর Tab বাটন চাপলেই সাথে সাথেই সেই শব্দের অর্থ দেখাবে। (video: https://www.youtube.com/watch?v=n78hmoxY518)

কিংবা সেটিং থেকে TranslateWindow টাইপ চেঞ্জ করে নিতে পারেন। সেই ক্ষেত্রে এরকম দেখাবেঃ

আবার চাইলে এই Tab বাটন পরিবর্তনও করে নিতে পারেন Settings থেকে।

সফটওয়্যারটিতে গুগল ট্রান্সলেট API সংযুক্ত করা আছে। তাই কোন শব্দের অর্থ জানার সময় গুগলের ট্রান্সলেটের টাও জানতে পারবেন ব্রাউজার ওপেন না করেই।

 

৭)সফটওয়্যারটিতে নতুন আপডেট আসলে নিম্নের ন্যায় উইন্ডো দেখাবে এবং এক ক্লিক করলেই পুরো সফটওয়্যার ২০-৩০ সেকেন্ডের ভেতর (সর্বোচ্চ ১ মিনিট) আপডেট হয়ে যাবে।

কোন শব্দের উচ্চারন জানার প্রয়োজন হলে শব্দটি সিলেক্ট করে Pronunciation এ বাটনে ক্লিক করবেন। একইভাবে বুকমার্ক করে রাখার প্রয়োজন হলে কিংবা গুগল সার্চ করার প্রয়োজন হলেঃ

সফটওয়্যারটি বর্তমানে বেটা অবস্থায় আছে। তাই বাগ/এরর থাকতে পারে। এবং কিছু শব্দ ভুল থাকতে পারে। তবে ডাটাবেজ প্রতিনিয়ত আপডেট করা হচ্ছে। এবং অটো আপডেট পেয়ে যাবেন। বার বার ঝামেলা করে ডাউনলোড করতে হবে না।

সেই ক্ষেত্রে ইমেইল করলে তা তাৎখনিক ভাবে সমাধান পেয়ে যাবেন।

সফটওয়্যারটি শুধুমাত্র উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য (Windows xp, 7, 8, 10)।

বাংলা ডিকশনারি সফটওয়্যারটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে এখান থেকেঃ https://aparajeyo.com/software/aparajeyo-dictionary/ ৩৭ মেগাবাইট

ব্লগ লেখার অভ্যাস নেই। ভুল ট্রুটি ক্ষমা সরুপ দৃষ্টিতে দেখবেন।

Add Comment

Skip to toolbar