কম্পিউটারের Hard Disk Drive হাইড করুন এই ট্রিকসটির মাধ্যমে

প্রিয় টেকটিউস এর বন্ধুগণ কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের জন্য দারুন একটি ট্রিকস নিয়ে হাজির হয়েছি। কম্পিউটার আমরা নানান কাজে ব্যবহার করে থাকি। যেমন, অফিস/আদালতে, ব্যবসায়ীক কাজে, ব্যক্তিগত কাজে। আমাদের অনেক সময় গোপন তথ্য হার্ডটিক্সড্রাইভে থাকতে পারে। সেই ব্যক্তিগত ড্রাইভটি যদি লুকানো থাকে তাহলে ভালাই হয় তাই না? কোন রকম সফটওয়্যার ছাড়াই আমি হার্ডডিক্স ড্রাইভ লুকানো ট্রিকস্ নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন নিচের থেকে জেনে নেই।

Click Start and Click Run or Type Or Windows+R

Run Dialogue Box আসবে।

Run Dialogue Box-এ টাইপ করুন gpedit.msc

Group Policy Window আসবে।

Local Computer Policy  থেক User Configuration-এ ক্লিক করতে হবে।
এর পর ডান পাশের Administrative Template-এ ডাবল ক্লিক করতে হবে।

এর পর Windows Components-এ ডাবল ক্লিক করেত হবে।

এর পর Windows Explorer-এ ডাবল ক্লিক করেত হবে।

এর পর Setting  থেকে “Hide these specific drives in My computer”-এ ক্লিক করতে হবে।

Windows Explorer  লেখার নিচে Display Properties-এ ক্লিক করতে হবে।

Hide these specific drives in My computer ডায়ালগ বক্স আসবে।

Setting- থেকে Enabled সিলেক্ট  করতে হবে।

Pick One of the following combinations-এর ড্রপ ডাউন বাটন থেকে আপনি যে ড্রাইভ টিকে হাইড বা লুকায়িত করতে চান তা Select করতে হবে। (Restrict All Drives সিলেক্ট করলে হার্ড ডিস্ক-এর সকল Drive হাইড বা লুয়ে যাবে)
এর পর Apply-এ ক্লিক করে Ok  তে ক্লিক করতে হবে।

আর সকল ড্রাইভ পুনরায় Unhide বা দৃশত করেত চাইেল উপেরর সব কমান্ড  একই ভাবে ব্যবহার করে যেখানে Enable সিলেক্ট করেছিলেন সেখানে Enable সিলেক্ট না করে Not Configured সিলেক্ট করতে হবে। তারপর Apply-এ ক্লিক করে Ok  তে ক্লিক করতে হবে।

Add Comment

Skip to toolbar