আপনার স্লো কম্পিউটারকে সুপার ফাস্ট করে নিন সহজেই।

আপনার কম্পিউটারটি আপনি কেমন স্পীডে অপারেট করতে পারবেন তা নির্ভর করে আপনার কম্পিউটারের হার্ডওয়ারের কোয়ালিটির উপর। আপনার কম্পিউটারের হার্ডওয়ারগুলো যদি আপগ্রেডেড হয় তাহলে আপনি আপনার চাহিত স্পীড পাবেন আর যদি আপনার কম্পিউটারের হার্ডওয়ারগুলো আপগ্রেডেড না হয় তাহলে চাহিত স্পীড পাবেন না এটিই সাধারণ বিষয়।

তবে কিছু কিছু ক্ষেত্রে কম্পিউটারের হার্ডওয়ারগুলো আপগ্রেডেড হওয়া স্বত্তেও উইন্ডোজ জনিত সমস্যার কারণে আপনার কম্পিউটার যে স্পীড আপনাকে দিতে সক্ষম সেটি আপনি পান না। তাই আমি আজ এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো মনোযোগ দিয়ে শুনলে এবং আমার দেখানো কমান্ড অনুযায়ী কাজ করলে আপনার কচ্ছপ মার্কা কম্পিউটারটি ঘোড়া মার্কা হয়ে যাবে এমন নয় তবে  আপনার কম্পিউটারের হার্ডওয়ার আপনাকে যে পরিমাণ স্পীড দিতে সক্ষম তার সবটুকুই আপনি পাবেন সেটা বলতে পারি।  আর এই সম্পুর্ণ প্রক্রিয়াটি করার জন্য নিচের ভিডিওটি দেখে আসুন:

সবাইকে অনেক অনেক ধন্যবাদ।

Add Comment