VLC Player দিয়ে Record করুন আপনার Windows Screen

আসসালামু আলাইকুম,

টেকটিউনস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এটা আমার প্রথম টিউন যদি কোথাও কোন ভুল করি ক্ষমা করবেন।আশা করছি ভালই আছেন। Screen Record করার জন্যে তো অনেকেই অনেক Software ব্যবহার করেছেন। আজকে দেখাবো কিভাবে খুব সহজে VLC Player দিয়ে  Windows Screen Record করবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি,

  • -প্রথমেই VLC Player টা ডাউনলোড করে নিন (নেতুন ভার্সন ব্যবহার করবেন না Crush করে)।
  • -ডাউনলোড শেষে Install করে নিন।
  • -Install হওয়ার পর Open করেুন।
  • -এরপর Media ক্লিক করেু
  • -তারপর শেখান থেকে “Open Capture Device” সিলেক্ট করেুন।
  • -Capture Mode: Direct Show থেকে Desktop করে দিন।

VLC Player দিয়ে Record করুন আপনার Windows Screen

  • এরপর Frame rate 10-30  এর মধ্যে দিন।
  • -Play এর পাশে Radio Box এ ক্লিক করুন, তারপর শেখান থেকে Convert এ ক্লিক করুন।
  • -Destination File এর Browse ক্লিক করুন, কোথায় ফাইলটি “Save” হবে Location Select করুন “File Name” দিন এবং “Save” ক্লিক করুন।
  • -এরপর Start এ ক্লিক করুন, তাহলেই Recording শুরু হয়ে যাবে

Add Comment