স্টোরিজে বিজ্ঞাপন দেখিয়ে পাওয়া অর্থের নির্দিষ্ট অংশ নির্মাতাদের দেবে স্ন্যাপচ্যাট। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে বসবাসকারী বেশ কিছু স্ন্যাপচ্যাট ব্যবহারকারীর স্টোরিজে পরীক্ষামূলকভাবে এসব বিজ্ঞাপন দেখানো শুরু করেছে ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপটি।
শিগগিরই বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা জনপ্রিয় স্টোরিজ নির্মাতারা এ সুযোগ পাবেন। বর্তমানে স্ন্যাপচ্যাটের স্টোরিজে বিজ্ঞাপন দেখা গেলেও নির্মাতারা কোনো অর্থ পান না।
বিজ্ঞাপনের অর্থ ভাগাভাগির বিষয়ে স্ন্যাপচ্যাট কর্তৃপক্ষ জানিয়েছে, সব স্টোরিজ নির্মাতা এ অর্থ পাবেন না। ‘স্ন্যাপচ্যাট স্টার’ হিসেবে পরিচিত তারকা বা বেশি ফলোয়ার থাকা স্টোরিজ নির্মাতারাই কেবল বিজ্ঞাপনের অর্থের ভাগ পাবেন। এ জন্য তাঁদের স্ন্যাপচ্যাট ব্যবহারের সময় এবং নিয়মিত স্টোরিজ পোস্ট করার বিষয়টিও বিবেচনা করা হবে।
স্টোরিজ ফিডে বিনিময় করা ছবি ও ভিডিওগুলোকে মূলত স্ন্যাপচ্যাট স্টোরিজ বলা হয়ে থাকে। স্ন্যাপচ্যাটের স্টোরিজ ট্যাবে ক্লিক করে সহজেই নিজেদের পছন্দমতো ছবি এবং ভিডিও পোস্ট করা যায়। এসব ছবি ও ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয়তা পেয়েছে স্ন্যাপচ্যাট স্টোরিজ।
গত মাসে স্ন্যাপচ্যাটের প্রধান নির্বাহী ইভান স্পাইজেল জানিয়েছিলেন, স্ন্যাপচ্যাট ব্যবহারের সময় আগের তুলনায় কমেছে। ব্যবহারকারীদের অনেকেই স্ন্যাপচ্যাটের তুলনায় টিকটকে সময় বেশি ব্যয় করছেন।