Dent অ্যাপ রেফারাল হ্যাক করে আনলিমিটেড এমবি নিয়ে নিন।

আপনারা অনেকেই ডেন্ট অ্যাপ এ কাজ করেছেন এবং পেমেন্ট নিয়েছেন আর যারা ডেন্ট অ্যাপ সম্পর্কে জানেন না তাদের জন্য একটু বলি ডেন্ট একটি তিন বছরের পুরনো ফ্রি রিচার্জ এবং ফ্রি এমবি একটি অ্যাপস। এই অ্যাপস থেকে আপনারা খুব সহজেই প্রতিদিন দুই থেকে তিন জিবি পর্যন্ত ফ্রিতে নিতে পারবেন আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার রেফার হ্যাক করে এখান থেকে আর্নিং করতে পারেন অর্থাৎ ফ্রিতে এমবি নিতে পারেন আনলিমিটেড যতো খুশি ততো। তো অ্যাপসটি প্রথমে এখান থেকে ডাউনলোড করুন

এটি ডেন্ট অ্যাপের একটি লাইট ভার্সন।এই অ্যাপসটি আপনারা খুব সহজেই হ্যাক করতে পারবেন এবং খুব সহজেই এখান থেকে আনলিমিটেড ফ্রি এমবি নিতে পারবেন। তো প্রথমে উপরের ডাউনলোড করুন ক্লিক করে গুগল ড্রাইভ থেকে আপনারা অ্যাপস টি ডাউনলোড করে নিন। আর আপনারা যারা জানেন না গুগোল ড্রাইভ থেকে কিভাবে অ্যাপস ডাউনলোড করতে হয় তাদের জন্য আমি বলে দেই শুধু ডাউনলোড লেখা আছে সেখানে ক্লিক করবেন তাহলেই ডাউনলোডের অপশন এসে যাবে তারপর ডাউনলোড হবার পর অ্যাপস ট ইন্সটল করে নেবেন।

যেভাবে একাউন্ট করবেন এবং হ্যাক করবেন

  • প্রথমে অ্যাপস টি ওপেন করুন এবং আপনার মোবাইল নাম্বারটি দিন এরপর নেক্সট এ ক্লিক করুন। এডস আসলে এড গুলো কেটে দেবেন।
  • এরপরআপনার যে অপারেটর সেটা সিলেক্ট করবেন এবং আপনি যত এমবি নিতে চান সেটা সিলেক্ট করবেন। আপনি 25gb সিলেক্ট করবেন।
  • এখন আপনি 25gb পাওয়ার জন্য আপনাকে 25 জনকে রেফার করতে হবে 25 জনকে রেফার যেভাবে করবেন

যেভাবে হ্যাক করবেন

  • এখানে আপনাকে কোন প্রকার ভেরিফাই কোড বসাতে হবে না তো আপনারা অ্যাপসটিতে ক্লিয়ার ডাটা করেপুনরায় অন্য যেকোনো নাম্বার বসিয়ে নিচে রেফার নাম্বার এর জায়গায় আপনার নাম্বার বসিয়ে আগের মত করে একাউন্ট করবেন
  • এবংপ্রত্যেকবার একই রকমভাবে রেফার নাম্বার এর জায়গায় আপনার মূল নাম্বার টা দেবেন এবং এবং ভিন্ন ভিন্ন নাম্বার দিয়ে 25 টি একাউন্ট করে ফেলবেন।25 টি একাউন্ট করার সাথে সাথে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে প্রথমে একাউন্ট করেছিলেন সেই নাম্বারে 25gb পেয়ে যাবেন। আর অবশ্যই অ্যাপসের রুলস মেনে কাজ করবেন তাহলে অবশ্যই পেমেন্ট পাবেন।
  • আরআপনারা যদি 11 ডিজিটের কোন ভুল নাম্বারও দেন তাহলেও কোন সমস্যা হবে না। শুধুমাত্র খেয়াল রাখবেন নাম্বারটি যেন এরকম হয় 01745446454 প্রত্যেকবার গ্রামীন অপারেটর সিলেক্ট করবেন।তাহলে প্রত্যেকবার ভিন্ন ভিন্ন নাম্বার দিয়ে রেফার করবেন এবং প্রত্যেকবার রেফার করার সময় নিজের নাম্বারটা রেফারের নাম্বারের জায়গায় বসিয়ে দিবেন তাহলেই আপনার রেফারেল টা হয়ে যাবে। এভাবে আমি দুইবার 25 জিবি করে নিয়েছি আশা করছি আপনারাও এ পাবে এখান থেকে 25 জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন।

আর অ্যাপসটিতে যেরকম ভাবে বলা হয়েছে প্রত্যেকবার সেই রকম ভাবেই অ্যাকউন্ট করবেন তাহলে 100% পেমেন্ট পাবেন।

Add Comment