দীর্ঘ ১৪ বছর পর একজন ব্যাক্তি তার হারিয়ে যাওয়া একটি বিড়াল ফিরে পেয়েছেন।
শুনতে অবাক লাগলেও ফ্লোরিডার ফোর্ট পিয়ের্সের বাসিন্দা পেরি মার্টিন এর সাথে এমন ঘটনা ঘটেছে।
কমলা বর্নের বিড়ালটির নাম ছিল টমাস জুনিয়র, যাকে সংক্ষেপে টি-টু ডাকা হত।
২০০৪ সালের ১৩ সেপ্টেম্বর হারিকেন জিনের তান্ডবে যখন চারিদিক লন্ডভন্ড হয়ে যায়, তখন হারিয়ে যায় বিড়ালটি।
আর সেই সময় বিড়ালটির মালিক ৬০ বছর বয়সি পেরি মার্টিন, ষ্টুয়ার্টে তার বন্ধুর বাড়িতে অবস্থান করছিল।
এই অসম্ভব কাজটি সম্ভব হয়েছে, বিড়ালটির দেহে স্থাপিত একটি ক্ষুদ্র মাইক্রো চিপের কারনে।
মার্টিন কাউন্টি অ্যানিম্যাল সার্ভিসেস অফিসার বিড়ালটি খুঁজে পাওয়ার পর, পাম সিটির একটি অলাভজনক আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়।
সেখানে দেহে স্থাপিত ক্ষুদ্র মাইক্রো চিপ থেকে মালিককে খুঁজতে প্রয়োজনীয় তথ্য পায় আশ্রয় কেন্দ্র কর্তৃপক্ষ।
তারপর ১৮ বছর বয়সি বিড়ালটিকে ফিরিয়ে দেয় তার মালিকের কাছে।
ভিডিও টা দেখে আসতে পারেন এই লিংকে করে।