পথকলি: খালিদ সঙ্গীতের ব্যানারে আরেকটি নতুন গান

বাংলা সঙ্গীত অঙ্গনে অন্যতম একটি স্থান করে নেয়া সঙ্গীত মাধ্যম হচ্ছে খালিদ সঙ্গীত।। প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সঙ্গীত রচনা এবং প্রকাশ করে ইতিমধ্যে খালিদ সঙ্গীত তার বিশাল এক অনন্য শ্রোতা শ্রেণি তৈরি করে নিয়েছে। সেসব শ্রোতা শ্রেণি এবং সঙ্গীত প্রেমিদের জন্য খালিদ সঙ্গীত প্রতিনিয়ত নিত্যনতুন সঙ্গীত উপহার দিয়ে থাকে।

সম্প্রতি খালিদ সঙ্গীতের ব্যানারে প্রকাশিত হয়েছে, নতুন একটি গান পথকলি। গানটির রচয়িতা কবি মাহবুবুল খালিদ। গানটিকে কম্পোজ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী সরণ।
Pathokoli

দারুন এই গানটির লিরিক্স,

রাজার ঘরে জন্ম হলে
হতাম রাজপুত্র ভাই
পথের ধারে জন্ম বলে
আমি যে আজ টোকাই॥

যে পথে চলে গাড়ি
সে পথে আমি খেলি
পথের উপর আমার বাড়ি
আমি যে ভাই পথকলি।
আমি ফুল কুড়িয়ে গাথি মালা
সবার গলে পরাই
কেউ তাহারে মূল্য দেয়
আবার কেউ দেয় তাড়াই।
আমি পথে থাকি পথে ঘুমাই
আমি পথকলি টোকাই॥

দিন মান কাগজ কুড়াই
দেখলে মানুষ হাত বাড়াই
আমি কি এমন জীবন চাই
আমি পথকলি টোকাই।
একটু আমায় দাও না সুযোগ
আমি মানুষ হতে চাই
তত্ত্ব কথা মিথ্যে হলো
কর্ম নয় জন্ম বড় ভাই।
আমি পথে থাকি পথে ঘুমাই
আমি পথকলি টোকাই॥

কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে https://www.facebook.com/khalidsangeet/ । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে।

Add Comment