বিয়ে নিয়ে খালিদ সঙ্গীতের গান ‘বুবু তোর বিয়েতে আলো দিবে’

বাঙ্গালী ঐতিহ্য হচ্ছে নানানরকম সংস্কৃতির ধারক। বিয়ে হচ্ছে বাঙ্গালী সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। বাঙ্গালী সমাজে বিয়ের সময়ে কেবল দুটি মানুষ নয় পুরো দুটি পরিবারের মিলন ঘটে। তাই বিয়ে নিয়ে বাঙ্গালী মানুষের ভেতর আনুষ্ঠানিকতার কমতি নেই! বিয়ে নিয়ে খালিদ সঙ্গীত প্রকাশ করেছে নতুন একটি গান, আর এই গানের নাম’ বুবু তোর বিয়েতে আলো দিবে’। গানটিতে কথা ও সুর রচনা করেছেন মাহবুবুল খালিদ। গানটিতে কণ্ঠ দিয়েছেন নিশী শ্রাবণী।

Bubu Tor Biyete Alo Dibe Song

গানটির লিরিক্স,

বুবু তোর বিয়েতে আলো দিবে
জ্বলবে জোনাকি
বনের কোকিল গান শোনাবে
ডাকবে ময়না পাখি,
মেঘ করবে আতশবাজি
রংধনুটা দিবে আলপনা আঁকি॥

গাঁদার মালা পরবে বুবু
খোঁপার বাঁধনে
টায়রা মাথায় বসবে বুবু
বিয়ের আসনে।
বাদ্য বাজনা বাজবে সবি
নাচবে সহচরী চমকি চমকি॥

স্বপ্ন বুবুর সফল হবে
যখন রাজপুত্র পাবে
কল্পলোকের গল্পকথা
(আজ) হারটি মেনে যাবে।
বিনা তারে বাজবে বাঁশি
বাঁধবে সুর হৃদয় জুটিতে
ছন্দ তুলবে, নূপুর পায়ে
থমকি থমকি॥

কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। তাঁর রচিত প্রতিটি গানের অডিও ও ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন তার ফেসবুক পেইজ এর সাথে  https://www.facebook.com/khalidsangeet । তাছাড়াও যুক্ত থাকতে পারেন http://www.khalidsangeet.com/ ওয়েবসাইটের সাথে।

Add Comment