নগদ বাংলাদেশের একটি জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা। বিকাশ, রকেট এর পাশাপাশি নগদ বেশ সুপরিচিত একটি মাধ্যম সহজে টাকা লেনদেনের ক্ষেত্রে। এছাড়াও নগদ দিয়ে বিল পেমেন্ট, মার্চেন্ট পে, ইত্যাদি সুবিধাও উপভোগ করা যায়। এই পোস্টে নগদ একাউন্ট সংক্রান্ত সেরা প্রশ্ন ও উত্তর সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
নগদ কি?
নগদ হলো বাংলাদেশ ডাক বিভাগ এর ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস। ডাক বিভাগের নিয়ন্ত্রনাধীন এই ডিজিটাল সেবার মালিকানা ৫১% রয়েছে ডাক বিভাগের কাছে। আপনি নিশ্চয়ই বিকাশ নামক একটি মোবাইল আর্থিক সেবার সাথে পরিচিত? নগদ হল বিকাশেরই মত অন্য একটি মোবাইল আর্থিক সেবা।
একটি এনআইডি কার্ড দিয়ে কয়টি নগদ একাউন্ট খোলা যায়?
একটি এনআইডি কার্ড ব্যবহার করে শুধুমাত্র একটি নগদ একাউন্ট খোলা যায়। দেশের প্রতিটি সিমে খুব সহজে নগদ একাউন্ট খোলা যাবে।
ভুল নগদ নাম্বারে টাকা পাঠালে কিভাবে ফেরত পাবো?
ভুল নগদ নাম্বারে টাকা পাঠালে উক্ত নাম্বারে ফোন করে টাকা ফেরত চাইতে পারেন। এছাড়া দ্রুত নগদ অফিসে যোগাযোগ করতে পারেন। টাকা যদি কোনো নগদ এজেন্টের কাছে পাঠিয়ে দিয়ে থাকেন, তবে তা তুলনামূলক সহজে ফেরত পাওয়া যেতে পারে।
নগদ একাউন্টের মালিকানা কিভাবে পরিবর্তন করতে হয়?
নগদ একাউন্টের মালিকানা পরিবর্তন করতে বর্তমানে যে এনআইডি দ্বারা নগদ একাউন্ট খোলা আছে, উক্ত এনআইডি কার্ড হোল্ডার ও তার এনআইডি সহ নগদ কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করুন। সাথে যে এনআইডিতে নগদ একাউন্টে নগদের মালিকানা নিয়ে আসতে চান, সে এনআইডি ও কার্ড হোল্ডারকে যেতে হবে। আর হ্যাঁ, নগদ একাউন্ট খোলা সিমটিও চালু করে সাথে রাখুন।
এনআইডি কার্ড ছাড়া নগদ একাউন্ট খোলা যাবে কি?
হ্যাঁ, এনআইডি কার্ড ছাড়া নগদ একাউন্ট খোলা যাবে। সেক্ষেত্রে অন্য ডকুমেন্ট দরকার হবে। এছাড়া জানিয়ে রাখছি, যেকোনো মোবাইল অপারেটর থেকে *167# ডায়াল করে নগদ একাউন্টের পিন সেট করে নগদ একাউন্ট ব্যবহার করা যাবে। একাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে এনআইডি, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে কেওয়াইস আপডেট করা ছাড়া নগদ একাউন্ট ব্যবহার না করাই উত্তম।
জন্ম নিবন্ধন সনদ দিয়ে নগদ একাউন্ট খোলার নিয়ম কি?
না, বর্তমানে জন্ম নিবন্ধন সনদ দিয়ে নগদ একাউন্ট খোলার কোনো উপায় নেই। তবে এনআইডি কার্ড ছাড়াও নগদ একাউন্ট ব্যবহার করা যাবে যা সম্পর্কে আপনার পূর্বের প্রশ্নে জেনেছি।
নগদ একাউন্ট খুললে কত টাকা বোনাস পাওয়া যাবে?
নগদ নতুন একাউন্ট খুললে এক সময় ২৫টাকা বোনাস পাওয়া যেত যা একাউন্ট খোলার পর সরাসরি নগদ একাউন্টে জমা হত। কিন্তু বর্তমানে নতুন নগদ একাউন্ট খুললে কোনো বোনাস পাওয়া যায়না।
বাটন মোবাইলে নগদ ব্যবহার করা যায় কি?
হ্যাঁ, নগদ একাউন্ট খোলা থেকে শুরু করে নগদ একাউন্টের বিভিন্ন সেবা ব্যবহার করা যাবে স্মার্টফোন থেকে শুরু করে যেকোনো বাটন ফোনে।
বাটন মোবাইলে নগদ একাউন্ট খোলা যাবে কি?
হ্যাঁ, বাটন মোবাইল থেকে নগদ একাউন্ট খুলে তা ব্যবহার করা যাবে।
নগদ কিভাবে ক্যাশ ইন করতে হয়?
নগদ ক্যাশ ইন করা যাবে নগদ এজেন্ট, নগদ কাস্টমার কেয়ার সেন্টার, ক্রেডিট কার্ড, ব্যাংক, ইত্যাদি মাধ্যমে।
নগদে ক্যাশ আউট করার নিয়ম কি?
নগদ একাউন্ট থেকে ক্যাশ আউট করা যাবে নগদ উদ্যোক্তা বা নগদ এজেন্টের কাছ থেকে।
নগদ একাউন্ট খুলতে কি কি লাগে?
নগদ একাউন্ট খোলা যাবে ন্যাশনাল আইডি কার্ড / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে।
? বিকাশ একাউন্ট সংক্রান্ত সেরা প্রশ্ন ও উত্তর জানুন
নগদ ব্যবহার করতে ব্যাংক একাউন্ট খুলতে হবে কি?
না, নগদ একাউন্ট খুলতে কোনো ধরনের ব্যাংক একাউন্টের প্রয়োজন নেই। কোনো ধরনের ব্যাংক একাউন্ট ছাড়া নগদ একাউন্টের সকল সেবা ব্যবহার করা যাবে।
নগদ একাউন্ট পিন ও সিম কার্ডের পিন কি একই?
না, সিমের পিন কোড আর নগদ একাউন্টের পিন কোড এর মধ্যে পার্থক্য রয়েছে। সিম এর পিন কোড ব্যবহার হয় সিম কার্ডের নিরাপত্তা নিশ্চিত করতে। অন্যদিকে নগদ একাউন্টের পিন ব্যবহার হয় নগদ একাউন্টের বিভিন্ন সেবা ব্যবহারে।
নগদ একাউন্টের পিন ভুলে গেলে কি করবো?
নগদ একাউন্টের পিন ভুলে গেলে এনআইডি কার্ডের তথ্য সঠিকভাবে প্রদান করে নগদ পিন রিসেট করা যাবে। নগদ একাউন্টের পিন ভুলে গেলে করণীয় সম্পর্কে জানয়ে বাংলাটেক এর ডেডিকেটেড পোস্ট ঘুরে আসতে পারেন।
? রকেট একাউন্টের দারুণ কিছু সুবিধা জেনে নিন
নগদ একাউন্ট হ্যাক হয়ে গেলে কি করা উচিত?
নগদ একাউন্ট হ্যাক হলে বা নগদ একাউন্টের পিন চুরি হয়ে গেলে সেক্ষেত্রে নগদ কাস্টমার কেয়ার সেন্টারে যোগাযোগ করা উচিত।
? ইন্টারনেট ব্যাংকিং কি? অনলাইন ব্যাংকিং এর সুবিধা অসুবিধা জানুন
নগদ সম্পর্কিত আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের জানান কমেন্ট সেকশনে।